ছবি : সংগৃহীত

নতুন দাবাড়ু গড়তে তৃণমূলে কাজ করা ছাড়া বিকল্প নেই। এবার সেই কাজটিই করতে যাচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশন। তৃণমূলে খেলোয়াড় তৈরিতে চালু হচ্ছে জেলা লিগ। শুক্রবার রাতে দাবা ফেডারেশনের ওয়ার্কিং ও ফিন্যান্স কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মো: রুহুল আমিনের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা, সাধারণ স্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, যুগ্ন সম্পাদক শোয়েব রিয়াজ আলমসহ দাবা ফেডারেশনের কর্মকর্তারা। 

জেলা লিগ চালুর মধ্য দিয়ে তৃণমূল থেকে দাবাড়ু তৈরি হবে বলে বিশ্বাস করেন দাবা ফেডারেশনের ওয়ার্কিং ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান তরফদার মো: রুহুল আমিন, ‘আমরা জেলা পর্যায়ে দাবাকে ছড়িয়ে দিতে চাই। এজন্য জেলা সাব কমিটি করেছি। সাইফ পাওয়ারটেক পৃষ্ঠপোষক হিসেবে থাকছে।’

জেলা লিগ কিভাবে পরিচালিত হবে তা তুলে ধরেছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক শোয়েব রিয়াজ আলম, ‘তিন মাসের মধ্যে দাবা লিগ শেষ করতে চাই। এক সঙ্গে ৬৪ জেলায় হবে না। ৩ ধাপে ৬৪ জেলায় এই লিগ শেষ করব।’ সভায় কর্পোরেট লিগ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান তরফদার মো: রুহুল আমিন, ‘অনেক কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা দাবায় আগ্রহী। কর্পোরেট লিগ আয়োজন করলে দাবায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণ এবং পৃষ্ঠপোষক পাবার সম্ভাবনাও বাড়বে।’

আগামী জুন পর্যন্ত কর্মপরিকল্পনা ঠিক করেছে দাবা ফেডারেশন। সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক এ বছর সব প্রতিযোগিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে হবে। জুন পর্যন্ত দাবা বোর্ডে থাকবে। এই মাসে সেরা ৪০ জন দাবাড়ু নিয়ে টুর্নামেন্ট হবে। মহিলা টুর্নামেন্ট হবে আর জেলা লিগ তো আছেই।’

এজেড/এটি/এমএইচ