ছবি : সংগৃহীত

হঠাৎ পাশার দানটা উল্টে গেল। চট্টগ্রাম টেস্টের শুরুর চার দিন নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশ দলের হাতে। পঞ্চম দিনটাও নিজেদের করার আভাস দিয়ে রেখেছিল টাইগাররা। তবে একজন কাইল মেয়ার্সে বাজিমাত ওয়েস্ট ইন্ডিজের। রীতিমতো অসম্ভবকে সম্ভবে পরিণত করেছে ক্যারিবীয়রা। এমন হার কিছুতেই মানতে পারছেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। পুরো বিষয়টি অবিশ্বাস্য আর অপ্রত্যাশিত মনে হচ্ছে তার কাছে।

যদিও টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান টপকে জয়ের রেকর্ডে সবার উপরে উইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল তারা। তবে এবার ক্যারিবীয়দের সামনে লক্ষ্য ছিল ৩৯৫ রানের। বাংলাদেশ তো বটেই, গোটা উপমহাদেশে এত রান তাড়া করে জয়ের নজির ছিল না এর আগে। বাংলাদেশের মাটিতে এর আগে সর্বোচ্চ রান টপকানোর রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড। ৩১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে তিন উইকেটে জয় পেয়েছিল কিউইরা। 

তবে এবার অনায়াসেই ৩৯৫ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে উইন্ডিজ। দুই ম্যাচ টেস্ট সিরিজের এই প্রথম ম্যাচটি হারের পর এক ভিডিও বার্তায় মুমিনুল জানান, ‘আসলেই অবিশ্বাস্য। কিন্তু এটাই গোল বলের খেলা। ক্রিকেটে অবিশ্বাস্য অনেক কিছুই হয়ে যায়। প্রত্যাশায় ছিল না এমন কিছু হবে। আমার কাছে মনে হয় বোলাররা ভালো জায়গায় বল করতে পারেনি। ওদের দুই ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেছে।’

মুমিনুল কখনোই ভাবেননি এই ম্যাচটি হারতে পারে তার দল, ‘কোনো সময়ই আমার কাছে মনে হয়নি। গত চার দিন আমরা দাপট দেখিয়েছি। আজ শেষের দিকে ম্যাচটা হেরে গেছি। আমি চিন্তাও করিনি শেষদিকে ম্যাচটা হেরে যাব। যখন দল হারবে তখন কাউকে নির্দিষ্ট করে দোষ দিতে পারবেন না। দল হারা মানে সবাই হারা, দল জেতা মানে সবাই জেতা। আমার কাছে এমন কিছু বোধগম্য হয় না (পরাজয়ের নির্দিষ্ট কোনো কারণ আছে)। দল যখন হেরেছে, সবাই একসাথে হেরেছি।’ 

সিরিজ শুরুর আগে অধিনায়ক মুমিনুল জানিয়েছিলেন, দুই ম্যাচ সিরিজে জয় ভিন্ন কোনও ভাবনা নেই দলের। এই সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের খাতায় ১২০ পয়েন্ট যোগ করবে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচটি হেরে সিরিজ জয়ের আশা ফিকে হয়ে গেছে। ঘুরো দাঁড়ানোর পাশাপাশি সিরিজ হার বাঁচাতে গেলে ১১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া মিরপুর টেস্ট জয়ের বিকল্প নেই টাইগারদের। সেই ম্যাচ নিয়ে কি ভাবছেন মুমিনুল?

জবাবে তিনি বলেন, ‘ম্যাচ হারলে তো ঘুরে দাঁড়ানোর জন্য পরিকল্পনা করতেই হবে। সে হিসেবে ব্যাটিং বলেন,‌ বোলিং বলেন, ফিল্ডিং বলেন।’

টিআইএস/এমএইচ