আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঢাবি দাবা ক্লাব
আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন ব্লিটজ টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব অনলাইন প্লাটফর্ম লিচেস ডট অর্গে আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন ব্লিটজ টুর্নামেন্টের আয়োজন করে।
বিজ্ঞাপন
টুর্নামেন্টের মূল পর্বে অংশগ্রহণকারী দলসমূহ হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব, ব্র্যাক বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব, বুয়েট দাবা ক্লাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দাবা ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব ও বরিশাল বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব।
টুর্নামেন্টটি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল। বাছাই পর্বে এই ছয়টি দল ছাড়াও অংশগ্রহণ করে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চুয়েট দাবা ক্লাব।
বিজ্ঞাপন
বাছাইপর্ব থেকে ছয়টি দল সরাসরি মূল পর্বে প্রতিযোগিতা করে এবং ১২৫ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব। ১১২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব এবং ৯৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে বুয়েট দাবা ক্লাব।
এনইউ