দলের ওপর কিছুক্ষণ আগেই নেমে এসেছিল নিষেধাজ্ঞার খড়গ। ক্লাব তো বিক্রি করা যাবেই না, দলে ভেড়ানো যাবে না নতুন খেলোয়াড়, করা যাবে না বিক্রিও। খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়নেও আছে নিষেধাজ্ঞা। এমন খারাপ খবর শুনে নিশ্চয়ই ভেঙে পড়ার কথা চেলসি সংশ্লিষ্ট সবার।

কিন্তু ব্রিটিশ সরকারের দেওয়া এমন নিষেধাজ্ঞার কথা শুনে খেলতে নামার পর দারুণ জয় পেয়েছে চেলসি। নরউইচ সিটিকে তারা হারিয়েছে ৩-১ গোলে। এই ম্যাচের পর দলের ফুটবলারদের দৃঢ়তায় নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন কোচ থমাস টুখেল।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় না আরও বেশি মনোযোগী বা অনুপ্রাণিত হতে কারো এটা (নিষেধাজ্ঞা) দরকার। আরও অনেক আলাদা পরিস্থিতি আছে। আমার মনে হয় ক্ষোভের ও নিষেধাজ্ঞার পরে তৈরি হওয়া সবকিছুর আজকে আরেকটা পর্যায়।’

ম্যাচে স্বাভাবিক দিনের মতোই খেলতে নেমেছিলেন বলেই জানালেন টুখেল, ‘দিনের পর দিন যেভাবে আমরা ম্যাচে ঢুকেছি, সবকিছু যেভাবে গোছানো হয়েছে, এটা অনেকটা ওই রকমই চারপাশের অনেক আওয়াজের মধ্যে। কিন্তু সূচিটা আমাদের সহায়তা করেছে।’

‘আমরা নিজেদের রুটিন মেনেই চলছি। আমি খুশি তারা (খেলোয়াড়রা) আবারও দেখিয়েছে কঠোর পরিশ্রম করতে পছন্দ করে, দল হিসেবে কঠিন থাকতে ও আরও একটা ম্যাচ জিততে পারে। এটা খুব ভালো আর সাহায্য করেছে অবশ্যই।’

দলের দৃঢ়তায় নিজের সন্তুষ্টি জানিয়ে টুখেল বলেছেন, ‘দল ভালো দৃঢ়তা দেখিয়েছে আর আমরা গর্ব করতে পারি এমন অবস্থায় তাদের পারফরম্যান্সে। এটা আমাদের বলেছে তাদের ওপর বিশ্বাস রাখতে পারি, মনোভাবটা, ক্লাবের সংস্কৃতি ঠিক আছে। তো, আমরা চালিয়ে যাবো।’

এমএইচ