বসুন্ধরা-আবাহনী উত্তেজনা ছড়ানো ম্যাচ ড্র
সিলেট জেলা স্টেডিয়ামে দুর্দান্ত এক ম্যাচ অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা প্রত্যাশী দুই দল ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে। নানা ঘটনাপুর্ণ ম্যাচটি ২-২ স্কোরলাইনে শেষ হয়। এই ড্রতে ঢাকা আবাহনীর ক্ষতি বেশি হলো। ১০ ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের যেখানে ২৫ পয়েন্ট সেখানে আবাহনীর ১৯।
ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে প্রথমার্ধে ঢাকা আবাহনী ১-০ গোলে এগিয়ে ছিল৷ দুই দলই প্রথমার্ধে দশ জনে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে বসুন্ধরা কিংস। ৬৩ মিনিটে কিংসের অধিনায়ক রবসনের করা মাইনাসে শট নেন বদলি ফুটবলার এলিটা কিংসলে। তার নেয়া শট আবাহনীর ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ম্যাচ সমতা আনার কয়েক মিনিট পর রবসনের গোলে লীড নেয় কিংস। দুর্দান্ত এক শটে গোল করে জার্সি খুলে উদযাপন করেন। রেফারির হলুদ কার্ডকে পরোয়া করেননি রবসন।
বিজ্ঞাপন
রবসনের উচ্ছ্বাস ৮২ মিনিটে বিলীন করে দিয়েছেন তার স্বদেশী ডোরিয়েলটন। নবীব নেওয়াজ জীবনের বাড়ানো দারুণ এক বল জুয়েল রানা ডোরিয়েলটনের উদ্দেশ্যে ফেলেন। ডোরিয়েলটন টোকা দিয়ে গোল করতে ভুল করেননি। আবাহনী সমতা আনার পর বসুন্ধরা কিংস নিশ্চিত তিনটি গোলের সুযোগ মিস করে৷ দুই গোল মিস করা এলিটা কিংসলেকে উঠিয়ে নিতে বাধ্য হন কোচ অস্কার। ইনজুরি সময় পাঁচ মিনিটে আবাহনী গোলের চেষ্টা করে ব্যর্থ হয়৷ ফলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়। রেফারিং নিয়ে আবাহনীর ফুটবলার ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন৷
প্রথমার্ধে ইমন মাহমুদের সঙ্গে এক ফাউলে মেজাজ হারান কিংসের ফরোয়ার্ড সোহেল রানা। সজোরে হাত চালান ইমনের উপর। রেফারি সরাসরি সোহেলকে লাল কার্ড ও ইমনকে হলুদ কার্ড দেখান৷ কিংস দশ জনে পরিণত হওয়ার কিছু সময় পর আবাহনীও দশ জনে পরিণত হয়৷ আবাহনীর ফরোয়ার্ড রাকিব হোসেন সোহেলের মতো আচরণ করে লাল কার্ড দেখেন৷
বিজ্ঞাপন
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬ টা ১৯ মিনিট। সিলেটে ইফতার ছিল ৬ মিনিট আগে। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর মধ্যকার ম্যাচের ৪৩ মিনিটের সময় সিলেটে ইফতারের সময় হয়। সেই সময় একটি ফাউলে খেলা স্থগিত হলে রেফারি এক মিনিটের জন্য খেলা স্থগিত করেন। বাংলাদেশের ফুটবলে শীর্ষ পর্যায়ে খেলা চলাকালীন সময়ে ইফতারের ঘটনা এটাই প্রথম বলা যায়। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা কখনো ঘটেনি৷ রোজা রাখা ম্যাচ সংশ্লিষ্ট অনেকে মাঠে রোজা ভাঙেন৷ গ্যালারিতে থাকা দর্শকরাও ইফতার করেন। আজকের ম্যাচে দুই দলের সমর্থক গ্যালারিতে উপস্থিত ছিল।
এজেড/এমএইচ