লিভারপুল ভক্তদের জন্য যেন সময়টা ভালো কাটছেই না। ফাইনাল দেখতে আসার আগে ফ্লাইট আর যাত্রা বাতিল হলো; তাতে বেশ ঝক্কি নিয়ে প্যারিসে যেতে হয়েছে তাদের। এবার যখন এসেই পড়লেন ফরাসি মুল্লুকে, তখন মাঠে ঢোকা নিয়ে শুরু হলো বিপত্তি। যে কারণে পিছিয়ে গেল ফাইনালই! 

প্যারিসে এখন সময় রাত নয়টা। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যকার ফাইনালটা শুরু হওয়ার কথা এই সময়ে। সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে রেফারির মুখে থাকা বাঁশি কিক অফের নির্দেশ দিয়েই দিতো। কিন্তু বিপত্তি বেধেছে দর্শকদের প্রবেশের পথে।

ডেইলি মেইল জানাচ্ছে, মাঠের ঠিক বাইরে, গ্যালারিতে ঢোকার রাস্তায় লেগে গেছে বিশৃঙ্খলা। সে কারণে ফাইনালটা পিছিয়ে দিতে হয়েছে কর্তৃপক্ষকে। তবে অপেক্ষাটা খুব বেশিক্ষণ করতে হবে না। আয়োজকরা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে স্থানীয় সময় ৯টা ১৫ মিনিটেই মাঠে নামবে দুই দল।

সেই ৯টা ১৫ মিনিটেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় খেলা শুরু করতে পারেননি আয়োজকরা। এরপর জানানো হয়, নির্ধারিত সময় থেকে ৩৬ মিনিট, অর্থাৎ স্থানীয় সময় ৯টা ৩৬ মিনিটে শুরু হবে খেলা।