সীতাকুণ্ড ট্র্যাজেডিতে মালয়েশিয়ায় জামালদের শিবিরে শোক
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন জ্বলছেই। আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন দুই শতাধিক মানুষ। ফায়ার সার্ভিস বলছে, লাশের সারি আরও দীর্ঘ হতে পারে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।
ঠিক এমন সময়ে জাতীয় ফুটবল দল এশিয়া কাপ বাছাই খেলতে মালয়েশিয়ায়। দেশের বাইরে থাকলেও তথ্য প্রযুক্তির যুগে সকল খবরই মুহূর্তের মধ্যেই বিশ্বের নানা প্রান্তে পৌঁছায়। সীতাকুণ্ড ট্র্যাজেডির বিষয়ে অবগত বাংলাদেশ ফুটবল দল।
বিজ্ঞাপন
আজ রোববার অনুশীলন শুরুর আগে জাতীয় ফুটবলার এবং কোচিং স্টাফের সবাই সীতাকুণ্ড ট্র্যাজেডিতে নিহত সকলের জন্য এক মিনিট নীরবতা পালন এবং অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেছে। বিদেশি কোচিং স্টাফরাও বাংলাদেশের চট্টগ্রামের ঘটে যাওয়া ঘটনায় দারুণ ব্যথিত হয়েছেন। জাতীয় ফুটবলারদের অনেকের আত্মীয়-স্বজন ও পরিবার চট্টগ্রামে। তাদের মধ্যে কেউ বিপদগ্রস্ত নয় বলে জানা গেছে।
জামালদের মন কিছুটা হলেও দেশে পড়ে থাকলেও পেশাদারিত্বের ক্ষেত্রে মালয়েশিয়ায় শতভাগ দিতে চান ফুটবলাররা। দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলেন,‘ ইন্দোনেশিয়া আমাদের চেয়ে শক্তিশালী ও উচ্চ র্যাংকিং দল ছিল। এরপরও আমরা মাঠে লড়ে পয়েন্ট আদায় করেছি। আশা করি মালয়েশিয়াতেও সক্ষম হব।’
বিজ্ঞাপন
৮-১৪ জুন এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশ ই গ্রুপে খেলবে। বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া, বাহরাইন ও তুর্কেমেনিস্তান। বাছাইয়ে ছয় গ্রুপে চ্যাম্পিয়নদের সঙ্গে রানার্স আপদেরও সুযোগ আছে এশিয়া কাপের মূল পর্বে খেলার।
শক্তি-সামর্থ্যর বিচারে বাংলাদেশের মূল পর্বে খেলাটা বেশ কঠিন। লাল-সবুজধারীদের লক্ষ্য তিন ম্যাচে পয়েন্ট আদায়। সেটা অবশ্য অসম্ভব মনে করেন না বিশ্বনাথ, ‘আমরা প্রতিটি ম্যাচেই পয়েন্ট আদায়ের জন্য খেলব। এই টুর্নামেন্টে পয়েন্ট পাওয়ার সামর্থ্য আমাদের রয়েছে।’
এজেড/এটি