বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়ার কথা ছিল বিশ্বকাপ ট্রফির জন্য কনসার্ট। বনানী আর্মি স্টেডিয়ামে বৃষ্টি উপেক্ষা করে উপস্থিতও হয়েছিলেন অনেকে। বিকাল গড়াতেই আয়োজকরা এই কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বৃষ্টির কাছে হার মানতে হয়!

বৃষ্টি উপেক্ষা করেও বিশ্বকাপ ট্রফি আর্মি স্টেডিয়ামে নেওয়া হয়। ফিফা লিজেন্ড ক্রিশ্চিয়ান কারেম্বু ট্রফি উন্মোচনও করেছিলেন। উপস্থিত দর্শকরা ট্রফি দেখেছেন।

তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে অনুষ্ঠেয় কনসার্টটি আয়োজন করা সম্ভব হয়নি। কনসার্ট আয়োজক কোকাকোলা হলেও বাফুফের এর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। কিছুক্ষণ আগে বাফুফের মিডিয়া বিভাগ বৈরী আবহাওয়ার জন্য কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। পরবর্তীতে এই ব্যাপারে আপডেট জানাবে বলেও জানায় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সকাল থেকেই চলছে বৃষ্টি। এর মধ্যেই হোটেলে হয়েছে বিশ্বকাপ ট্রফি প্রর্দশনী ও ছবি তোলা।

এজেড/এইচএমএ/এটি