জামালের কাছে হেরে প্রথম পর্ব শেষ মোহামেডানের
ছবি: বাফুফে
মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত কমিটির কয়েকজন পরিচালক এসেছিলেন মোহামেডান-শেখ জামাল ম্যাচটি দেখতে। নবনির্বাচিত কমিটিকে জয় উপহার দিতে পারেননি উরু নাগাতারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে প্রথম লেগের শেষ ম্যাচে শেখ জামালের কাছে ০-২ গোলে হেরেছে সাদা-কালোরা।
এই জয়ে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল শেখ জামাল। সমান ১২ ম্যাচ খেলা মোহামেডান ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।
বিজ্ঞাপন
জয় দিয়েই প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের ২৫ মিনিটে উজবেকিস্তানের ফরোয়ার্ড ভালিজনব ওতাবেক গোল করলে এগিয়ে যায় ধানমন্ডির দলটি (১-০)। ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন শেখ জামালের অধিনায়ক ও গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম (২-০)।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারায় মোহামেডানকে। শেষে এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল।
বিজ্ঞাপন
পয়েন্ট টেবিল-
| দল | ম্যাচ | জয় | ড্র | পরাজয় | গোল ব্যবধান | পয়েন্ট |
| বসুন্ধরা কিংস | ১২ | ১১ | ১ | ০ | ২৭ | ৩৪ |
| শেখ জামাল | ১২ | ৭ | ৫ | ০ | ১৫ | ২৬ |
| ঢাকা আবাহনী | ১২ | ৭ | ৪ | ১ | ১১ | ২৫ |
| সাইফ স্পোর্টিং | ১২ | ৭ | ১ | ৪ | ১ | ২২ |
| শেখ রাসেল | ১২ | ৬ | ২ | ৪ | ৫ | ২০ |
| মোহামেডান | ১২ | ৫ | ৪ | ৩ | ৩ | ১৯ |
| চট্টগ্রাম আবাহনী | ১২ | ৪ | ৪ | ৩ | ৩ | ১৯ |
| রহমতগঞ্জ | ১২ | ৩ | ৪ | ৫ | -২ | ১৩ |
| বাংলাদেশ পুলিশ | ১২ | ৩ | ৩ | ৬ | -৮ | ১২ |
| বারিধারা | ১২ | ১ | ৬ | ৫ | -৬ | ৯ |
| মুক্তিযোদ্ধা সংসদ | ১২ | ২ | ৩ | ৭ | -১০ | ৯ |
| ব্রাদার্স ইউনিয়ন | ১২ | ১ | ২ | ৯ | -১৩ | ৫ |
| আরামবাগ | ১২ | ০ | ১ | ১১ | -৩২ | ১ |
এজেড/টিআইএস