বাংলাদেশ গেমস কাবাডির ফাইনালে উঠে গেছে কিশোরগঞ্জের মেয়েরা/ছবি: ঢাকা পোস্ট

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ কাবাডির নারী বিভাগের সেমিফাইনালে ময়মনসিংহ জেলা বালিকা দলের বিপক্ষে বিপুল ব্যবধানের জয় পেয়েছে কিশোরগঞ্জের মেয়েরা। তাতে নিশ্চিত হয়ে গেছে ফাইনালও। 

শনিবার বিকেলে জামালপুর স্টেডিয়ামে সেমিফাইনালে ময়মনসিংহ জেলা দলকে প্রতিপক্ষকে চাপে রাখে কোচ এমএ কাহহারের শিষ্যরা। তুলে নেয় ৩১-১১ পয়েন্টের দারুণ এক জয়।

শুক্রবার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর আঞ্চলিক পর্যায়ে অংশ নিতে জামালপুর জেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল কিশোরগঞ্জ বালক এবং বালিকা কাবাডি দল। দলের কোচ এম এ কাহ্হার ঢাকা পোস্ট এ খরব নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এপ্রিল মাসে ১ থেকে ১০ তারিখ পর্যন্ত হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর মূল প্রতিযোগিতা। কাবাডি ছাড়াও প্রতিযোগিতায় অন্যান্য আরো ডিসিপ্লিনে উপস্থিতি আছে কিশোরগঞ্জ জেলার খেলোয়াড়দের। সোনা জয়ের উদ্দেশ্যে নারী হকি, ভারোত্তোলন, সাঁতার, কুস্তি, উশু, কিক বস্কিং, নারী রাগবি এবং শ্যূটিং প্রতিযোগিতার মূল পর্বে অংশ নেবেন তারা।

এসকে রাসেল/এনইউ