সাফ অ-২০ চ্যাম্পিয়নশীপের ফাইনালে সন্ধ্যায় নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের কিশোরীরা। শিরোপার লড়াইয়ে বাংলাদেশ আগের একাদশেই ফিরেছে। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল বাংলাদেশের। সেই ম্যাচের একাদশই আজ খেলাবেন কোচ গোলাম রব্বানী ছোটন। 

রাউন্ড রবিন লিগে বাংলাদেশ তিন ম্যাচ খেলেছিল। প্রথম দুই ম্যাচে একই একাদশ ছিল। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে দুটি পরিবর্তন এনেছিলেন ছোটন।

সোহাগী কিসকু ও মাহফুজা দুই জনের পরিবর্তে উন্নতি খাতুন ও আইরিনকে একাদশে জায়গা দিয়েছিলেন। ফাইনালে সোহাগী ও মাহফুজাকে ফিরিয়ে এনেছেন ছোটন।

বাংলাদেশের একাদশ

রুপ্না চাকমা (গোলরক্ষক), শামসুন্নাহার (অধিনায়ক), আকলিমা, আফিদা, নাসরীন, সুরমা, স্বপ্না রাণী, রিপা, ইতি, সোহাগী ও মাহফুজা।

এজেড/এফআই