যতদিন জামাল ফুটবল খেলবে, ততদিন সাইফেই থাকবে
সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন জামাল ভূঁইয়া
শনিবার সকালে সাইফ স্পোর্টিংয়ের হয়ে অনুশীলন করেছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। কলকাতা থেকে ফেরার পর দেশে তার প্রথম অনুশীলন গণমাধ্যমের উপস্থিতি ছিল অনেক। আগামী মৌসুম কলকাতা মোহামেডান না সাইফ এ নিয়ে আলোচনা হলেও মুখ খুলেননি জামাল ও সাইফ কর্তারা।
অনুশীলন শেষের ঘন্টা খানেক পর সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে চুক্তি নবায়ন করেন জামাল। গণমাধ্যমের কাছ থেকে অনুশীলন মাঠে বিষয়টি আড়ালই করেছিল দুই পক্ষ। জামাল চলতি মৌসুমের জন্য আগে থেকেই সাইফের সঙ্গে চুক্তিবদ্ধ। এর পাশাপাশি আগামী মৌসুমের জন্যও চুক্তি নবায়ন হয়েছে দুই পক্ষের মধ্যে।
সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরি ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের মধ্যে আগেই মৌখিক ও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। চলতি লিগের ১২ ম্যাচ ও আগামী মৌসুমের জন্য চুক্তি নবায়ন হলো।’
বিজ্ঞাপন
চলতি লিগে জামালের রেজিস্ট্রেশন খুব দ্রুতই সম্পন্ন করবে সাইফ স্পোর্টিং ক্লাব। জামাল লোনে এবার কলকাতা মোহামেডানের হয়ে খেলেছিলেন। নতুন চুক্তিতে এই ক্লজ রয়েছে কিনা এই প্রসঙ্গে নাসিরউদ্দিন বলেন, ‘কলকাতা মোহামেডানের প্রস্তাবের ভিত্তিতে আমরা তাকে ছেড়েছিলাম। জামালও আগ্রহী ছিল। সামনে প্রস্তাব আসুক, জামালের আগ্রহের উপর বিবেচনা করব।’
জামাল ভূঁইয়া ২০১৭ সাল থেকেই সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলছেন। গত মৌসুমের তুলনায় জামালের পারিশ্রমিক বেড়েছে না কমেছে এ ব্যাপারে মন্তব্য না করে নাসিরউদ্দিন চৌধুরি আশাবাদ ব্যক্ত করেছেন এভাবে, ‘জামালের সাথে আমাদের ক্লাবের সম্পর্ক ভিন্ন মাত্রার। এখানে শুধু আর্থিক বিষয় নয়, সম্মান ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়টিও জড়িত। জামাল যত দিন ফুটবল খেলবে, সাইফ স্পোর্টিংয়েই খেলবে।’
বিজ্ঞাপন
সাইফ স্পোর্টিং জুনিয়র ফুটবলারদের দলে তুলনামূলক বেশি সুযোগ দিয়ে থাকে। গত কয়েক বছরের মধ্যে জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররের ডাক পাওয়ার মধ্যে সাইফেরই অধিকাংশ। জুনিয়র ফুটবলারদের গাইড করার জন্যও জামালকে দলে প্রয়োজন বলে মনে করেন, ‘একটি দলে সিনিয়র ও জুনিয়র ভারসাম্য প্রয়োজন। জামাল বাংলাদেশের ফুটবলের রোল মডেল। জামালকে দেখে জুনিয়ররা শিখবে।’ চুক্তি নবায়নের পাশাপাশি জামাল আগামী মৌসুমেও সাইফের নেতৃত্বের আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।
এজেড/এমএইচ/এটি