ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের কথা উঠলে সবার আগে আসবে মুশফিকুর রহিমের নাম। মুশফিকের পরিশ্রমের ধরণ উল্লেখ করতে গিয়ে সতীর্থ তামিম ইকবাল একবার বলেছিলেন, ছেলে আরহাম ইকবাল খেলোয়াড় হতে চাইলে মুশফিককে আদর্শ মানতে বলবেন তিনি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সবাই যখন ছুটির মেজাজে, তখন ‘অস্ত্রে’ শাণ দিয়ে প্রস্তুত হচ্ছেন মুশফিক।

করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন ক্রিকেটাররা। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন জানিয়ে অনুশীলনে ফেরেন মুশফিক। এরপর একে একে যোগ দেন অন্যান্য ক্রিকেটাররা। ঘরবন্দি সময় পার করলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি বাংলাদেশ দলের। এবার সুযোগ সুযোগ আসছে টাইগারদের সামনে।

ঘরের মাঠে আসন্ন উইন্ডিজ সিরিজের জন্য অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা আগামী ১০ জানুয়ারি। এই ক্যাম্পে যোগ দেওয়ার আগে রীতিমত ছুটির মেজাজে আছেন খেলোয়াড়রা। তামিমের মতো তাইজুল ইসলাম, ইমরুল কায়েসরা গেছেন বিদেশ বেড়াতে। যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান। নড়াইলে নিজ এলাকাতে আছেন মাশরাফি বিন মুর্তজা।

তবে এখানেও ব্যতিক্রম মুশফিক। এরই মধ্যে মিরপুরে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিংরুমে বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

যেখানে দেখা যায়, বেশ কয়েকটি ব্যাট রেখেছেন নিজের পাশে। সঙ্গে একটি ব্যাটের গ্রিপে টেপ লাগাচ্ছেন তিনি। ছবিটি শেয়ার করার পাশাপাশি মুশফিক লিখেছেন, ‘নিজের অস্ত্রগুলোর যত্ন নিতে হবে আপনাকেই।’

টিআইএস