কুমিল্লা ভেন্যুতে চোখ বসুন্ধরা কিংসেরও
ছবি: সংগৃহীত
১৩ জানুয়ারি শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্ট শুরুর আগে ভেন্যুগুলো পরিদর্শন পর্ব চলছে। মঙ্গলবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম পরিদর্শন করেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। দুই ক্লাবের সঙ্গে বাফুফের গ্রাউন্ডস কমিটির কর্মকর্তারাও ছিলেন।
গত মৌসুমে কুমিল্লার ভেন্যু ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এবার মোহামেডানের সঙ্গে বসুন্ধরা কিংসও কুমিল্লায় ভেন্যু নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। মোহামেডানের ফুটবল দলের দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, ‘আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাদল দা’র উদ্যোগেই আমরা গত আসরে হোম ভেন্যু করেছিলাম মোহামেডানকে। এবারও সেই ধারাবাহিকতা থাকছে। আমাদের সঙ্গে এবার যোগ দেবে বসুন্ধরা কিংস। আমরা দুই ক্লাব মিলে এই ভেন্যুর সার্বিক উন্নয়ন করতে পারব বলে আশা করি।’
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাবেক প্রশাসক ও মাঠ বিশেষজ্ঞ মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ‘স্টেডিয়ামটি বেশ সুন্দর। মাঠের একটু পরিচর্যা দরকার। সপ্তাহ তিনেক সময় পেলে মাঠটি সুন্দর খেলার উপযোগী হবে। ’ মোহামেডানের প্রিন্সের বক্তব্য, ‘আমরা ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করব আরো তিন সপ্তাহ পর এই ভেন্যুতে খেলা দিতে। না হলে মাঠের পর্যাপ্ত কাজ করা সম্ভব হবে না।’
মোহামেডানের তারকা ফুটবলার বাদল রায়ের জন্ম কুমিল্লাতে। বাদল রায় ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন। বাদল রায়ের স্মৃতি রক্ষার্থে মোহামেডান ক্লাবের পরিকল্পনা, ‘কুমিল্লা স্টেডিয়ামে আমাদের ড্রেসিংরুমের নামটি বাদল দা’র নামে করতে চাই। এজন্য জেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় প্রশাসনকে ইতোমধ্যে অবহিত করেছি।’
বিজ্ঞাপন
বসুন্ধরা কিংসের ট্যাকনিক্যাল ডাইরেক্টর বায়েজিদ জোবায়ের আলম নিপু বলেন,‘ আমাদের ক্লাব কর্তৃপক্ষের ভেন্যুটি পছন্দ হয়েছে। ভেন্যু ব্যবস্থাপনা ও উন্নয়নে ফেডারেশন ও মোহামেডানের সঙ্গে আমাদের সমান ভূমিকা থাকবে।’
গত মৌসুমে অসমাপ্ত লিগে মোহামেডান তাদের হোম ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংসকে।
এজেড/এটি