৩০ এপ্রিল ও রাত নয়টায় কোনোভাবেই খেলবে না ব্রাদার্স ইউনিয়ন, এমনটিই জানা গিয়েছিল এতদিন। শেষ মুহূর্তের সিদ্ধান্তে অনুশীলন ছাড়া অবশ্য তারা খেলতে নামে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন মাত্র ০-১ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর দলের কাছে। 

অনুশীলনবিহীন ব্রাদার্সকে হারাতে ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে শেখ রাসেলকে। ৯৫ মিনিটে আশরাফুল একমাত্র জয়সূচক গোলটি করেন। এই জয়ে শেখ রাসেল ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ব্রাদার্সের অবস্থান দ্বাদশ। 

গোপীবাগের দলটি দ্বিতীয় লেগের আগে ক্যাম্প শুরু করেনি। আজই অনেক খেলোয়াড় এসেছেন বিভিন্ন জায়গা থেকে। সেই অনুশীলন ছাড়া দল শেখ রাসেলের মতো বড় দলকে প্রায় রুখে দিচ্ছিল।  শেখ রাসেল মাত্র ১-০ গোলে শেষ মুহূর্তে জেতায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে। এমন ফলাফলে গুঞ্জন ম্যাচটি সমঝোতার হলো না তো!  বাফুফের সমালোচনা করে আসা ব্রাদার্স শেষ পর্যন্ত খেলতে এসেই পয়েন্ট পাওয়ার খুব কাছাকাছি চলে যাওয়ায় এই প্রশ্নের সৃষ্টি। বাংলাদেশের ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। 

শেখ রাসেল ম্যাচে কয়েকটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ব্রাদার্স ইউনিয়ন অনুশীলনে না থাকলেও মোটামুটি ভালোই খেলেছে। অবনমন এড়ানোর জন্য দ্বিতীয় লেগে এমিলি, মিশুদের মতো সিনিয়র ফুটবলার দলে ভিড়িয়েছে ব্রাদার্স। 

এজেড/এমএইচ/এইচকে