গুঞ্জনই সত্যি হলো। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের কোচ হলেন আর্জেন্টাইন পচেত্তিনো। টটেনহ্যামের হয়ে বেশ সফল এই কোচ এক বছর ধরেই বেকার ছিলেন। বেশ কয়েকটি ক্লাবে প্রস্তাব পেলেও দায়িত্ব নেননি তিনি। 

গত ২৯ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যাওয়া কোচ টমাস টুখেলকে বরখাস্ত করে পিএসজি। এরপর থেকেই গুঞ্জন ছিল নেইমারদের দায়িত্ব নিতে যাচ্ছেন পচেত্তিনো। অবশেষে শনিবার আনুষ্ঠানিকভাবে সেটি জানিয়েছে পিএসজি। 

ক্লাবের ওয়েবসাইটে শনিবার নতুন কোচ হিসেবে পচেত্তিনোকে দায়িত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব দেয়া হয়েছে এই আর্জেন্টাইনকে।

৪৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত পিএসজির হয়ে খেলেছিলেন। লিগ ওয়ানে বর্তমানে তিন নাম্বারে থাকা পিএসজি আগামী ফেব্রুয়ারি ও মার্চে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে। 

তার আগেই বরখাস্ত করা হয় টুখেলকে। রোববার প্রথম বারের মতো দলের সঙ্গে প্রথম অনুশীলনে যোগ দেবেন পচেত্তিনো।

এমএইচ