রেফারিকে দোষ দিচ্ছে জামাল কোচ
বসুন্ধরা কিংস বড় বাজেটের দল। ফেডারেশ কাপের কোয়ার্টার ফাইনাল জিতেছে অনেক কষ্ট করে। তুলনামূলক কম বাজেটের দল শেখ জামাল তাদের ভালোই ভুগিয়েছে শেষ আটের ম্যাচে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ জামাল ধানমন্ডির কোচ শফিকুল ইসলাম মানিক ম্যাচ শেষে কাঠগড়ায় দাড় করালেন রেফারিকে, ‘রেফারিং খুবই দুর্বল মানের ছিল। অনেকগুলো ফিফটি-ফিফটি সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। নক আউট পর্বের ম্যাচে এই রকম সিদ্ধান্ত বিরুদ্ধে গেলে জেতা সম্ভব নয়।’
শেখ জামাল ০-২ গোলে হারলেও মানিক ব্যবধান ১ গোলই দেখছেন,‘একেবারে শেষ মিনিটে তারা দ্বিতীয় গোল করেছে। আমাদের ৯০ মিনিট পর্যন্ত সমতা আনার সুযোগ ছিল। প্রকৃত অর্থে ব্যবধান ১-০।’
বিজ্ঞাপন
রেফারিংয়ের পাশাপাশি নিজের ফুটবলারদের সীমাবদ্ধতা ও ব্যর্থতার কথাও স্বীকার করেছেন ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা কোচ, ‘আমার ম্যাচে সমতা আনার অনেক সুযোগ পেয়েছি। সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি। বড় ম্যাচে সুযোগ বার বার আসে না। ’
এজেড/ এমএইচ
বিজ্ঞাপন