সৌরভকে ফোন করে খোঁজ নিয়েছেন মোদি
বুকে ব্যথা অনুভব করায় শনিবার হাসাপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে তার। বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি। আগামী দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে তাকে। হার্টের ব্লকে সেন্ট বসানোর পরামর্শ নেয়া হবে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির কাছ থেকে।
বর্তমানে হাসপাতালে আছেন সৌরভ। তার শরীরিক অবস্থার খোঁজখবর নিতে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাসপাতালে দেখতে গেছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী।
বিজ্ঞাপন
শনিবার নিজ বাসভবনে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। ব্যাথার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতিকে নেওয়া হয় হাসপাতালে। তবে সেখানে একটি অ্যাঞ্জিওপ্লাস্টির পর তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসক আফতাব খান।
এরই মধ্যে করোনা পরীক্ষার ফলও এসেছে তার। যেখানে দেখা যায়, করোনামুক্তই আছেন সাবেক ভারতীয় অধিনায়ক। তবে এই কিংবদন্তি ক্রিকেটারের হার্টে দেখা গেছে তিনটি ব্লক। ইতোমধ্যেই একটি ব্লকে সেন্ট বসানো হয়েছে। বাকি দুইটিতেও শীঘ্রই বসানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক মাসের মধ্যেই বিসিসিআই সভাপতি সুস্থ হয়ে যাবেন বলেও জানিয়েছে তারা। তবে আগামী দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে তাকে।
বিজ্ঞাপন
সৌরভের অসুস্থতার ঘটনায় চিন্তিত হয়ে পড়েছিল সমর্থকেরা। শনিবারই তাকে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড়-সহ রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী ও বিশিষ্ট জনরা। ফোনে সৌরভের শারীরিক অবস্থার খবর নিয়েছেন তার জাতীয় দলের সাবেক সতীর্থ রাহুল দ্রাবিড়ও।
রোববার সৌরভ ভাল আছেন কিনা, তা জানতে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন হাসপাতালে এসে সৌরভের সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এছাড়াও কলকাতার উত্তর দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের দুর্গানগরে সৌরভের শারীরিক সুস্থতা কামনায় যজ্ঞের আয়োজন করেছে সৌরভ গাঙ্গুলি ফ্যানস ক্লাব।
টিআইএস/ এমএইচ