জিমের ভিত গড়লেন সালাউদ্দিন
জিমের ভিত্তিপ্রস্তর স্থাপন করছের সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
ফুটবলারদের জন্য একটি জিম তৈরী করা হবে-নির্বাচনী ইশতেহারে এমনটাই বলেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচিত সভাপতি কাজী সালাউদ্দিন। কিছু দিন আগে বাফুফের সামনে মাঠেই জিমের জন্য একটি নকশাও তৈরী করা হয়।
এবার সেই নকশা অনুযায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সালাউদ্দিন। আগামী মার্চের মধ্যেই এটির কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘জিমের কাজ সোম-মঙ্গলবারের মধ্যেই শুরু হচ্ছে। আশা করছি মার্চ মাসের মধ্যেই শেষ হবে। সব সরঞ্জাম বিদেশ থেকে আসবে। যা যা প্রয়োজন সবই থাকছে।’
এই সময় বিশ্বমানের জিম করারও প্রতিশ্রুতি দেন সালাউদ্দিন, ‘জিমটা তিনটা ধাপে তৈরি হবে। প্রথম ধাপের পর ছয় মাসের মধ্যে দ্বিতীয় ধাপের কাজ করা হবে। এক বছরের মধ্যে যে কোনও বিশ্বমানের জিমের সঙ্গে এটি তুলনা করা যাবে।’
বিজ্ঞাপন
জিমের ভিত্তি প্রস্তরের সময় বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এজেড/