কলকাতায় জামালের প্রথমবারের মতো অনুশীলন
কলকাতা মোহামেডানের জার্সিতে প্রথমবারের মতো অনুশীলন করছেন জামাল। ছবি : সংগৃহীত
কলকাতা মোহামেডানের হয়ে সোমবার প্রথমবারের মতো অনুশীলন করেছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় অনুশীলন শুরু হয়। প্রথম দিন ঘন্টা খানেক অনুশীলন হয়।
কলকাতা মোহামেডানের মিডিয়া ম্যানেজার অজয় মজুমদার বলেন, ‘আমাদের দলের ৩০ জন ফুটবলারই প্রথম দিনের অনুশীলনে ছিলেন। বেশ প্রাণবন্ত সেশন হয়েছে।’
৯ জানুয়ারি আই লিগ শুরু হচ্ছে। প্রথম দিনেই কলকাতা মোহামেডানের ম্যাচ রয়েছে। বিশ্ব যুব ভারতীতে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ সুদেভা দিল্লি এফসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
বিজ্ঞাপন
ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) এখন ভারতের সর্বোচ্চ লিগ। আই লিগ দ্বিতীয় স্তরের লিগ হলেও বিশ্বের অনেক তারকা ফুটবলার খেলছেন এখানে। কলকাতা মোহামেডানেই জামাল ভূঁইয়ার সতীর্থ হিসেবে রয়েছেন ঘানা জাতীয় দলের ফুটবলার মোহাম্মদ ফাতাউ। যার অভিজ্ঞতাও রয়েছে স্প্যানিশ লা লিগা খেলারও।
এজেড/ এমএইচ
বিজ্ঞাপন