এরিকসেনকে ‘ওয়ান্ডার কিড’ বলেছিলেন জামালের কোচ
জামাল ও এরিকসেন/ফাইল ছবি
সারা বিশ্বের আলোচনায় এখন ড্যানিশ ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কাতারে রয়েছে বিশ্বকাপ বাছাইয়ে। বাংলাদেশ ফুটবল দলও এরিকসেনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে।
গতকাল ইউরো কাপে ডেনমার্ক ও ফিনল্যান্ড ম্যাচটি ছিল বাংলাদেশের দুই প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া ও তারিক কাজীর মধ্যেও লড়াই। জামাল ডেনমার্ক প্রবাসী ও তারিক ফিনল্যান্ডের। এরিকসেন জ্ঞান হারালে তার জন্য খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়। শেষ পর্যন্ত ফিনল্যান্ড ১-০ গোলে জেতে।
বিজ্ঞাপন
জামাল ও তারিকের লড়াইয়ে তারিক জিতলেও তিনি উচ্ছসিত নন, ‘আমাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। শেষ পর্যন্ত আমি জিতেছি। তবে আসলে এরিকসেনের ঘটনার পর আর কোনো উদযাপন বা কিছু করার থাকে না। এরিকসেনের দ্রুত সুস্থতাই কাম্য ।’
ডেনমার্ক ও ফিনল্যান্ড ম্যাচ চলাকালে খানিকটা খুনসুটি চলেছে জামাল ও তারিকের মধ্যে। জামাল বলেন, ‘তারিক আমাকে মেসেজ করেছে খেলা চলাকালে। বিশেষ করে যখন ফিনল্যান্ড লীড নেয় তখন সে আবার আমাকে মেসেজ দিয়েছিল।’
বিজ্ঞাপন
ডেনমার্ক প্রবাসী ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া একটু বেশি ব্যথিত। এরিকসেনের বিরুদ্ধে দুইটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে জামালের। অনুর্ধ্ব-১৬ পর্যায়ে ডেনমার্কে এরিকসেনের বিপক্ষে দুইটি ম্যাচ খেলেছিলেন জামাল। তার দল এফসি কোপেনহেগেনের কোচ জামালদের বলেছিলেন, ‘ওই দলে একজন ওয়ান্ডার কিড আছে।’
জামাল তাতে খুব বেশি গুরুত্ব দেননি, ‘আমি ভেবেছিলাম সেই ওয়ান্ডার কিডকে মাঠে মেরে দেব (হাসি)। কিন্তু পরে দেখলাম না শেষ আসলেই দারুণ খেলোয়াড়। ও দুই গোল করেছিল সেদিন। পরে তো সে আয়াক্সে গেল।’
এজেড/এনইউ