কক্সবাজারে স্টেডিয়াম পাচ্ছে ফুটবল
ছবি : সংগৃহীত
কক্সবাজারে শুধু ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে )। বৃহস্পতিবার বাফুফে ভবনে নবনির্বাচিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাতের উপর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘ফুটবলের জন্য কক্সবাজারে আলাদা স্টেডিয়াম হচ্ছে। আজ মাননীয় প্রধানমন্ত্রী স্টেডিয়ামের ডিজাইন দেখেছেন। তিনি সামান্য কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। সেই ভিত্তিতে আমরা কাজ শুরু করব।’
দেশে অনেক স্টেডিয়াম নির্মাণ হয়েছে। কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে স্টেডিয়াম নষ্টও হয়েছে অনেক। আলাদা ফুটবল স্টেডিয়ামের ব্যবস্থাপনার দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের অধীনেই রাখলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘ফুটবলের জন্য স্টেডিয়াম বলেই ফুটবলকে দায়িত্ব নিতে হবে বিষয়টি এমন নয়। জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়ামের দেখভাল করবে।’
বিজ্ঞাপন
বাফুফে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। আলোচনার সামগ্রিক বিষয় সম্পর্কে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমাদের আলোচনা অনেক ফলপ্রসূ হয়েছে। প্রায় সব বিষয়েই আমরা এ মত হয়েছি।’ বাফুফের চাহিদা ছিল ঢাকার আশেপাশে ফুটবলের জন্য একটি আলাদা স্টেডিয়াম। এই বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাফুফে আমাদের এই প্রস্তাবনা দিয়েছে। প্রয়োজনীয় জায়গা পেতে হবে। সেই জায়গার সন্ধান মিললে বিবেচনা করা যেতে পারে।’
পল্টন ময়দান, কমলাপুর স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংষ্কার সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই ব্যাপারে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার হবে। পাশাপাশি কমলাপুর স্টেডিয়াম ও পল্টন ময়দানেও প্রয়োজনীয় উন্নতি সাধন করব।’
বিজ্ঞাপন
এজেড/এটি