ক্রিশ্চিয়ান এরিকসেন

ক্রিশ্চিয়ান এরিকসেনের ঘটনায় থমকে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব। ইউরোর ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। পরে জানা যায়, হার্ট অ্যাটাক হয়েছে তার। এরপর থেকে এরিকসেনের সুস্থতা কামনায় প্রার্থনায় বসেছিলেন সবাই। 

স্বস্তির খবর, হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ডেনমার্কের এই ফুটবলার। তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে সচল রাখতে ‘হার্ট স্টার্টার’ বসানোর অস্ত্রোপচার ‘সফল’ হয়েছে। এরপরই হাসপাতাল থেকে ফিরেছেন এরিকসেন।

শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ডেনমার্কের অনুশীলন দেখতেও গিয়েছিলেন এরিকসেন। তার সুস্থতা কামনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই মিডফিল্ডার।

তিনি বলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার ভালোভাবে হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আমি ভালো আছি। সতীর্থদের সঙ্গে আবারও দেখা হওয়াটা দারুণ। গত রাতে তারা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। বলার অপেক্ষা রাখে না, সোমবার রাশিয়ার বিপক্ষে ম্যাচেও আমি তাদের উৎসাহ দেব।’

এমএইচ/এমএইচএস