স্লোভাকিয়ার সামনে সুযোগ ছিল শেষ ষোলো নিশ্চিত করার। কিন্তু এমন ম্যাচেই কি না নিজেদের হারিয়ে খুঁজলো তারা। প্রতিপক্ষ সুইডেনের গোলমুখে নিতে পারল না একটি শটও। উল্টো পেনাল্টি গোলে তাদের হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে সুইডিশরা।

শুক্রবার ইউরোর ‘ই’ গ্রুপের ম্যাচে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। এই ম্যাচের প্রথমার্ধ ছিল একদমই সাদা মাটা। উল্লেখ করার মতো কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি দুই দলের কেউই। 

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে প্রথম বলার মতো আক্রমণ করা সুইডিশরা। লুডভিগ অগাস্টিনসনের হেড এক হাত দিয়ে প্রতিহত করেন স্লোভাকিয়ার গোলরক্ষক মার্তিন দুবব্রাউকা। কিন্তু ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি পেয়ে যায় সুইডেন। 

ডি বক্সে সুইডিশ ফরোয়ার্ড রবিন কোয়াইসনকে দুবব্রাউকাই ফাউল করলে পেনাল্টি পায় তারা। সেখান থেকে গোল করতে ভুল করেননি ফর্সবার্গের। এই গোলেই ছয় ম্যাচ পর স্লোভাকিয়ার হার নিশ্চিত হয়।

নিজেদের প্রথম দুই ম্যাচে এক জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে সুইডেন। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট তিন। এক ম্যাচ খেলে স্পেনের পয়েন্ট ১, পোল্যান্ডের ০।

এমএইচ