ডিপিএলের প্রথম পর্বে বল হাতে রাজত্ব যাদের
৩১ মে শুরু হয়ে গত ১৭ জুন শেষে হয়েছে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্বের খেলা। সুপার লিগের আগে প্রথম পর্বের ১১ রাউন্ডে শেষ হয়েছে ৬৬টি ম্যাচ। ঘটনাবহুল টুর্নামেন্টে এবার জাতীয় দলের সব ক্রিকেটার খেলেছেন। তবে বল হাতে ছড়ি ঘুয়িয়েছেন ঘরোয়া ক্রিকেটের পারফর্মার ও জাতীয় দল থেকে বাদ পড়া বোলাররা। সেরা ১০ উইকেট শিকারির তালিকায় জাতীয় দলে বর্তমানে খেলছেন এমন বোলার আছেন তিন জন।
প্রথম পর্বের ৬৬ ম্যাচে খুব বেশি হাই স্কোরিং ম্যাচ দেখা যায়নি। বলতে গেলে ব্যাটসম্যানদের থেকে বোলাররাই ছিলেন উজ্জ্বল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের ডিপিএল অনেকের কাছেই ছিল যোগ্যতা প্রমাণের মঞ্চ। তবে সে মঞ্চে পারফর্ম করতে পারেননি রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাইজুল ইসলামরা।
বিজ্ঞাপন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফর্ম ডিপিএলে টেনে নিয়ে এসেছেন মুস্তাফিজুর রহমান। শুরুর দিকে বাজিমাত করে এক সময় সর্বোচ্চ উইকেট শিকারি বনে গিয়েছিলেন। তবে চোটের কারণে মাঝে ২ ম্যাচ খেলেননি তিনি। এক ম্যাচে একাদশে থাকলেও বল করেননি। এক ম্যাচে হাত ঘুরিয়েছেন মাত্র ১ ওভার। তবুও লিগ পর্ব শেষে সেরা ১০ উইকেট শিকারির তালিকায় নাম আছে মুস্তাফিজের।
স্বস্তি দিচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদে বল হাতের পারফরম্যান্সও। চোটের কারণে দীর্ঘদিন বল করেননি তিনি। এবার টানা সূচির ডিপিএলেও নিয়মিত হাত ঘুরিয়েছেন। ১১ ম্যাচে বল করেছেন ৩২ ওভার। উইকেট নিয়েছেন ১৪টি।
বিজ্ঞাপন
টুর্নামেন্টে এখনো পর্যন্ত একমাত্র হ্যাটট্রিকের মালিক ব্রাদার্স ইউনিয়নের আলাউদ্দিন বাবু। পাঁচ উইকেট শিকার করেছেন এখন পর্যন্ত ৩ জন। প্রাইম ব্যাংকের মুস্তাফিজুর রহমান, প্রাইম দোলেশ্বরের কামরুল ইসলাম রাব্বি ও ওল্ড ডিওএইচএসের আনিসুল ইসলাম ইমন।
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের তানভীর ইসলামের। তার দখলে ২০ উইকেট। কামরুল ইসলাম রাব্বি, সালাউদ্দিন শাকিল, আলাউদ্দিন বাবুরা প্রতিপক্ষের ব্যাটসম্যান ভালোভাবেই পরীক্ষা নিয়েছেন।
সর্বোচ্চ উইকেট শিকারি ১০ বোলার-
| নাম | ইনিংস | ওভার | উইকেট | ইনিংসে পাঁচ উইকেট | ম্যাচসেরা |
| তানভীর ইসলাম | ১০ | ৩৯ | ২০ | ০ | ৪/২৩ |
| কামরুল ইসলাম রাব্বি | ১১ | ৩৪.৪ | ২০ | ০ | ৪/১১ |
| সালাউদ্দিন শাকিল | ১১ | ৩৭.৫ | ১৭ | ১ | ৫/১৬ |
| খালেদ আহমেদ | ১১ | ৩৮ | ১৬ | ০ | ৩/২০ |
| শরিফুল ইসলাম | ১১ | ৩৭ | ১৫ | ০ | ৩/২৩ |
| মোহাম্মদ শহিদ | ১১ | ৩৯.৩ | ১৫ | ০ | ৩/২৮ |
| রকিবুল হাসান | ০৯ | ৩২ | ১৪ | ০ | ২/৮ |
| আলাউদ্দিন বাবু | ০৯ | ২৭.১ | ১৪ | ০ | ৪/২১ |
| মাহমুদউল্লাহ রিয়াদ | ১১ | ৩২ | ১৪ | ০ | ৩/১৪ |
| মুস্তাফিজুর রহমান | ০৮ | ২৪.৫ | ১৩ | ১ | ৫/২২ |