ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ বাংলাদেশে
ফাইল ছবি
আয়োজক দেশ হিসেবে বেশ সুখ্যাতি আছে বাংলাদেশের। ক্রিকেটে ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে এশিয়া কাপের মতো আসরের আয়োজক হয়ে সুনাম কুঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসিয়েছে বাংলাদেশ। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে টাইগার বোর্ড।
মেয়েদের ক্রিকেটকে আরো প্রসারিত করতে নানান উদ্যোগ হাতে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নারীদের মূল বিশ্বকাপের পর এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে আইসিসি। প্রথমবারের মতো এই আসর বসার কথা ছিল ২০১৯ সালের শেষ নাগাদ। আয়োজক দেশ হিসেবে নাম ছিল বাংলাদেশের।
বিজ্ঞাপন
তবে করোনার কারণে শেষপর্যন্ত আর অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ আলোর মুখ দেখেনি। স্থগিত থাকা সেই আসরের দায়িত্বে থাকছে বাংলাদেশের নাম। চলতি বছর ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা আছে এই বিশ্বকাপ আসর।
মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পুনঃনির্ধারিত সূচির বিষয়টি বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে নাদেল বলেন, ‘আপনারা জানেন যে আমরা (মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের) আয়োজক হতে যাচ্ছি। যেটি গত বছর হওয়ার কথা ছিল। করোনা মহামারীর কারণে সেটি আএ হয়নি। এই বছর শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে সেটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে।’
আয়োজক হিসেবে বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে দল গোছানোর কাজ শুরু করেছে বাংলাদেশ। এজন্য ভিডিও চিত্র দেখে তৃনমূল থেকে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু করেছে টাইগার বোর্ড।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের যেহেতু এই বছরের শেষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, তার জন্য তো অনূর্ধ্ব-১৯ একটি দল আমাদের প্রস্তুত করতেই হচ্ছে। তার বাইরে ভবিষ্যৎ অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার জন্য কিন্তু দলটি আমরা প্রস্তুত করছি। এটি আমরা পাইপলাইন সমৃদ্ধের কাজ করবে।’
টিআইএস/এটি