ছবি: সংগৃহীত

কোথায় প্রথমবারের মতো ফেডারেশন কাপ ফাইনালের প্রস্তুতি নেয়ার কথা দারুণ উদ্যমে, সেখানে হাসপাতালে সাইফ স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার আল আমিনের দিন কাটছে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শঙ্কায়! সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে চার্লস দিদিয়েরের বাজে এক ট্যাকলেই এই পরিণতি তার। তবে করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল পাওয়ায় বৃহস্পতিবার অস্ত্রোপচারটা ঠিকঠাক সম্পন্ন হয়েছে সাইফ মিডফিল্ডার আল আমিনের।

ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে গত বুধবার বল দখলের লড়াইয়ে আল আমিন চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার চার্লস দিদিয়েরের কড়া ফাউলের শিকার হন। তৎক্ষণাৎই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দিদিয়েরকে। আল আমিনকে নিয়ে যাওয়া হয় ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে। সেখানে পরীক্ষার পর দেখা যায় হাঁটুর নিচের হাড়ে গুরুতর চোট পেয়েছেন তিনি, যাতে ক্যারিয়ারই পড়ে যেতে পারে শঙ্কায়।  

সেখান থেকে এরপর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই গত বৃহস্পতিবার অস্ত্রোপচার সম্পন্ন হয় তার। তরুণ এই মিডফিল্ডার বর্তমানে এভারকেয়ার হাসপাতালে ডা: অমিত কাপুরের তত্ত্বাবধানে আছেন।

তাকে ফাউল করা চার্লস দিদিয়ের অবশ্য দুঃখ প্রকাশ করেছিলেন। দিদিয়েরের ভাষ্য, ‘আমি নিজেও একজন ফুটবলার। খুবই অপরাধবোধ জেগে উঠছে ভেতরে, আমি খুবই অনুতপ্ত। সারারাত ধরে আল আমিনের দ্রুত আরোগ্য কামনা করেছি আমি।’

এনইউ/এজেড/এটি