সাকিব আল হাসান ও তামিম ইকবাল/ ছবি: ফাইল ছবি

বাংলাদেশ সফরের আগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কয়েক দফা করোনা পরীক্ষা করাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সেই পরীক্ষায় ওয়ানডে দলের স্কোয়াডে থাকা এক ক্রিকেটারের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন স্কোয়াডে ডাক পাওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়রা। প্রথম দফার পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে।

ঘরের মাঠে উইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। সেই সিরিজ শুরু হবে আগামী ২০ জানুয়ারি। তবে তার দিন দশেক আগেই আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করে দেবে লাল-সবুজের প্রতিনিধিরা। এজন্য ১০ জানুয়ারি থেকে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকতে হবে সাকিব আল হাসান, তামিম ইকবালদের।

জৈব সুরক্ষা বলয়ে ঢোকার ছাড়পত্র নিতে করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ পেতে হবে সবাইকে। এজন্য গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন খেলোয়াড়রা। ওয়ানডে দলের প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়রা সবাই করোনা টেস্ট করিয়েছেন। ঢাকায় অবস্থান করা টেস্ট দলের কয়েকজনেরও নমুনা দিয়েছিলেন। সেই পরীক্ষার ফল এসেছে, তাতে সবাই নেগেটিভ প্রমাণিত হয়েছেন।

মূলত ৫ জানুয়ারি থেকে প্রথম ধাপের করোনা পরীক্ষা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে খেলোয়াড় ছাড়াও মাঠকর্মী, জাতীয় দলের সাপোর্টিং স্টাফ আর হোটেল স্টাফদের কোভিড টেস্ট করা হয়। সবেমিলে প্রায় ২০০ জনকে করোনা টেস্টের আওতায় এনেছে বিসিবি। এই পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

তবে প্রথম ধাপে খেলোয়াড় সহ সবাই নেগেটিভ হলেও এখনই জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে পারবেন না তারা। বর্তমানে নিজ নিজ বাসা আর মিরপুরের একাডেমি ভবনে আইসোলেশনে থাকতে হবে তাদের। ১০ তারিখ হোটেলে ওঠার আগে আগামী ৯ জানুয়ারি দ্বিতীয়বারের মতো কোভিড টেস্ট হবে আবার।

টিআইএস/এনইউ/এটি