হারের শোকে বিহ্বল বায়ার্ন খেলোয়াড়রা/ছবি: সংগৃহীত

গেল মৌসুমে ইউরোপীয় ট্রেবল জেতার পর চলতি মৌসুমটা মোটেও ভালো কাটছে না বায়ার্ন মিউনিখের। এবার বরুসিয়া মুনশেনগ্লাডবাখের কাছে দুই গোলে এগিয়ে গিয়েও ৩-২ ব্যবধানে হেরেছে কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বায়ার্ন কোচ এই হারকে দেখছেন ভুলের সাজা হিসেবে।

প্রতিপক্ষের মাঠে বায়ার্ন দুই গোলে এগিয়ে গিয়েছিল ম্যাচের ২৬ মিনিট না যেতেই। রবার্ট লেভান্ডভস্কির পেনাল্টির পর লিওন গোরেৎস্কার গোলে সহজ জয়কেই নিয়তি মনে হচ্ছিল বায়ার্নের। তবে বরুসিয়া পার্কে নাটকের শুরু এরপরই। জোনাস হফম্যানের জোড়া গোলে মুনশেনগ্লাডবাখ বিরতির আগেই ২-২ সমতা ফেরায় ম্যাচে। বিরতির পর ফ্লোরিয়ান নেহাউসের গোল জয় নিশ্চিত করে দেয় স্বাগতিকদের।

অন্যদিকে বায়ার্ন মাঠ ছাড়ে মৌসুমের দ্বিতীয় হার নিয়ে। এর আগে গত সেপ্টেম্বরে হফেনহেইমের বিপক্ষে ৪-১ ব্যবধানে মৌসুমের প্রথম হারের বিস্বাদ নেন ম্যানুয়েল নয়্যাররা। মুনশেনগ্লাডবাখের বিপক্ষে এই হারের পরও অবশ্য বায়ার্ন আছে লিগের শীর্ষেই। ১৫ ম্যাচ শেষে দলটির সংগ্রহ ৩৩ পয়েন্ট। তবে আজ শনিবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডকে হারাতে পারলেই শীর্ষে চলে যাবে ১৪ ম্যাচ থেকে বর্তমানে ৩১ পয়েন্ট নিয়ে থাকা রাজেন বলস্পোর্ট লিপজিগ।

এই হারকে বায়ার্ন মিউনিখ কোচ হ্যান্সি ফ্লিক আখ্যা দেন ভুলের মাসুল হিসেবে। বললেন, ‘গ্লাডবাখ আমাদের ভুলগুলোকে খুব দারুণভাবে কাজে লাগিয়েছে। তারাই বেশি কার্যকরী ছিল। প্রথম ৩০ মিনিট খুবই ভালো ফুটবল খেলেছি আমরা আর ম্যাচে আধিপত্যও ছিলো আমাদেরই। তারপর ছোট ছোট কিছু ব্যাপার ঘটেছে যার ফলে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে গেছে। আমরা বেশ কিছু ভুল করেছি, বল হারিয়েছি, বাজেভাবে রক্ষণ সামলেছি।’

তিনি আরও যোগ করলেন, ‘ব্যক্তিগত কিছু ভুল আমাদের হারের কারণ। কারণ তারাও ম্যাচে আঘাত পেয়েছিল। আর ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর যেভাবে ম্যাচে ফিরতে চেয়েছিলাম, তেমনটা হয়নি। নিজেদের কাঁধেই দোষটা তুলে নিচ্ছি আমরা।’

নিজেদের পরবর্তী ম্যাচে আগামী বৃহস্পতিবার বায়ার্ন ডিএফবি পোকালে খেলবে হলস্টেইন কেলের বিপক্ষে। এর তিন দিন পরই দলটি বুন্ডেসলিগায় আতিথ্য দেবেন ফ্রেইবুর্গকে।

এনইউ