বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়া অমিতের আকস্মিক মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমেছে গভীর শোক। ভারতের দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দেশের বিশিষ্ট এই ক্রীড়া সংগঠক ও বাফুফের হেড অফ মিডিয়ার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শোক প্রকাশ করেছেন। 

ক্রীড়া প্রতিমন্ত্রীর মতো শোকাহত ক্রীড়াঙ্গনের বিশিষ্ট জন ও ক্রীড়া সংস্থাগুলো। কর্মচঞ্চল বাফুফে শোকে নিমজ্জিত। বাফুফে কর্মকর্তা-কর্মচারী কারও মুখে হাসি নেই। কর্মসূত্রে অমিতের সব সময় যোগাযোগ থাকত সাংবাদিকদের সাথে। তার মৃত্যুর খবরের সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্স ছিল ভরপুর। সাংবাদিকরা সবাই গভীর শোকাহত। সবাই নিজেদের সাথে অমিতের স্মৃতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটিয়ে তুলছেন। ফুটবল ও ক্রীড়া সংশ্লিষ্টরাও অমিতের নানা বিষয়গুলো স্মরণ করছেন।

ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ প্রয়াত হলে অমিত বাফুফের হয়ে শোক সংবাদ দিতেন। আজ তিনিই বাফুফের শোক সংবাদে পরিণত হলেন। অমিতের মৃত্যুতে বাফুফে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশন, আরচ্যারি ফেডারেশন, বাংলাদেশ বয়েজ ক্লাব, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে।
 
এজেড/এমএইচ