দুই ম্যাচে মাঠে না এসে বহিষ্কার কাচিঝুলি
বাংলাদেশ নারী ফুটবল লিগ থেকে বাদ দেওয়া হয়েছে ময়মনসিংহের কাচিঝুলি স্পোর্টিং ক্লাবকে। এক ম্যাচ কোভিড পরীক্ষার রিপোর্ট না দেওয়ায় এবং টানা দুই ম্যাচ মাঠে না আসায় দলটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শৃঙ্খলা কমিটি।
টানা তিন ম্যাচে প্রতিপক্ষকে ওয়াকওভার দেওয়ার পর বাফুফে থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল ক্লাবটিকে। তারপর ডিসিপ্লিনারি কমিটি বুধবার রাতে সভা করে দলটিকে লিগ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ময়মনসিংহের কাচিঝুলি বাদ হওয়ায় এখন নারী লিগে ৭ দল থাকল। কাচিঝুলির পরবর্তী ম্যাচগুলোর প্রতিপক্ষদের ৩-০ গোলে বিজয়ী করা হবে।
বিজ্ঞাপন
চলমান লিগে নাসরিন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ফুটবলারদের কোভিড পরীক্ষার রিপোর্ট জমা দিতে পারেনি কাচিঝুলি। তাই ওই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে বাফুফে। নাসরিনকে জয়ী ঘোষণাও করা হয়। বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পরের দু’টি ম্যাচে মাঠেই আসেনি ক্লাবটি।
গতকালের শৃঙ্খলা কমিটির সভায় কাচিঝুলি ছাড়া চলমান প্রিমিয়ার লিগের আরও দুইটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। উত্তর বারিধারার ফুটবলার আরিফ হোসেন তার সঙ্গে বিমান বাহিনীর চুক্তি গোপন তথ্য গোপন করেছেন। এই অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ঘরোয়া লিগে আর খেলতে পারবেন না। রহমতগঞ্জের সিকিউরিটি অফিসার মাহমুদ খান রাজুকে মাঠে অসদাচরণের জন্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ