মেসি কি আর্জেন্টিনায় তার শৈশবের ক্লাবে ফিরবেন?
লিওনেল মেসিকে এখন চাইলেই সমঝোতায় দলে ভেড়ানো যাবে ফ্রিতে। এমন সুযোগ কে নিতে না চাইবে? যেখানে কেটেছে আর্জেন্টাইন তারকার শৈশব। সেই নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবও চায় মেসিকে দলে নিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারা দিয়েছে মজার এক পোস্টও।
৩০ জুন বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে মেসির। তিনি আর এই ক্লাবে থাকবেন কি না, কিছু জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে। যদিও তার থেকে যাওয়ার সম্ভাবনা বেশিই। তবে আপাতত মেসি ফ্রি অ্যাজেন্ট। সেটা আজ অর্থাৎ ১ জুলাই থেকে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে সেটিই মনে করিয়ে দিয়েছে নিউ সাউথ ওয়েলস। তারা লিখেছে, ‘হ্যালো লিও, শুনতে পাচ্ছো? আর্জেন্টিনায় এখন তারিখটা ঠিক ১ জুলাই…যে ঝুঁকি নেয় না, সে কিছু জেতেও না।’
মেসিকে চেয়ে এমন পোস্টে একটি ছবিও জুড়ে দিয়েছে নিউ সাউথ ওয়েলসে। গত নভেম্বরে ডিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করে গোল উদযাপনের সেটি। আর্জেন্টিনার অধিনায়ক নিজেও অনেকবার বলেছেন, সম্ভব হলে ফিরতে চান শৈশবের ক্লাব নিউ সাউথ ওয়েলসে। কিন্তু সেটি কি এখনই হবে? আপাতত এমন প্রশ্নের উত্তর নেই। তবে সম্ভাবনা যে অনেক কম, সেটি তো বলাই যায়।
বিজ্ঞাপন
Hola @leomessi, estás ahí? En Argentina recién ahora es 1 de julio… (El que no arriesga no gana )
Posted by Club Atlético Newell's Old Boys on Wednesday, June 30, 2021
এমএইচ