এএফসি কাপে মূল পর্বের স্বাগতিক হতে আবেদন করছে বসুন্ধরা কিংস। আজ (সোমবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিংসের আবেদন করার বিষয়টি জানিয়েছে। বাফুফে আজকের মধ্যে এএফসিতে কিংসের হয়ে আবেদন পাঠাবে। আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে এএফসি কাপের মূল পর্ব হওয়ার কথা। অন্য জোনের খেলা হলেও করোনার জন্য দক্ষিণ এশিয়ান জোনের খেলা স্থগিত হয়েছে। স্বাগতিক হওয়ার জন্য আজই আবেদনের শেষ দিন। 

বসুন্ধরা কিংস সিলেটে এএফসি কাপের ম্যাচগুলো আয়োজন করতে চায়। ৫ আগস্টের পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ফুটবল ফেডারেশনের অধীনে থাকছে না। এজন্য বাধ্য হয়ে সিলেটে আয়োজক হবে বসুন্ধরা কিংস। 

এই গ্রুপে অন্যতম দল ভারতের এটিকে মোহনবাগান। করোনা পরিস্থিতির জন্য তারা স্বাগতিক হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেনি। মোহনবাগানের মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী জানান, ‘আজ স্বাগতিক হওয়ার ব্যাপারে মন্ত্রীর সঙ্গে আলোচনা রয়েছে। এরপর সিদ্ধান্ত নেবে ক্লাব।’ 

গ্রুপের আরেক দল মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। দুই মাস আগে মালদ্বীপই ছিল এই টুর্নামেন্টের দক্ষিণ এশিয়ান জোনের স্বাগতিক। করোনা পরিস্থিতি ও আভ্যন্তরীণ সমস্যার জন্য মালদ্বীপ শেষ মুহুর্তে অপারগতা প্রকাশ করে। 

আজ এএফসিতে স্বাগতিক হওয়ার জন্য আবেদনের শেষ দিন। কয়েক দিনের মধ্যেই স্বাগতিক কোন দেশ হচ্ছে এটি জানা যাবে। এর আগেরবারও বসুন্ধরা কিংস স্বাগতিক হতে চেয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়সীমার পর। এবার ডেডলাইনের শেষদিন আবেদন করছে। 

এজেড/এটি/টিআইএস