৩০ জুলাই থেকে পুনরায় লিগ শুরু করতে চায় বাফুফে। সরকার ঘোষিত লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত। গার্মেন্টস ও কলকারখানা বন্ধ থাকবে ওই সময় পর্যন্ত। ফলে ৩০ জুলাই লিগ শুরু হওয়া এখনো অনিশ্চিত । 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এই প্রসঙ্গে বলেন, ‘৩০ জুলাই থেকে বিশেষ ব্যবস্থায় খেলা পরিচালনার জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেয়ে গেলে ৩০ জুলাই থেকেই খেলা শুরু হবে। অনুমতি না পেলে পরে হবে।’ 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সরাসরি সরকারের অনুমতির বিষয়টি উল্লেখ করলেও লিগ কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আগের দুই দফায় সেটি সেভাবে বলেননি। সালাউদ্দিন আজ (বৃহস্পতিবার) সরাসরি বলেছেন, ‘সরকার লকডাউন দিয়েছে। সরকারের নিয়ম তো মানতে হয়।’ 

১ জুলাই গভীর রাতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে খেলা স্থগিত করেছিল বাফুফে। ২৩ জুলাই রাত ১০ টার পর ক্লাবগুলো খেলার স্থগিতের কথা জানায়। আগামীকাল রাতে কী হয় সেটা দেখার বিষয়। 

এজেড