বুধবার শেষ হয়েছে টোকিও অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্বের লড়াই। বিদায় নিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ ও জার্মানি অনূর্ধ্ব-২৩ দলের মতো ফেভারিট দল। স্বাগতিক জাপানের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দলও। 

চমক হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মিশর অনূর্ধ্ব-২৩ দল। যেখানে তারা মুখোমুখি হবে টানা দ্বিতীয় সোনার খুঁজে থাকা ব্রাজিলের। 

শেষ আটে জায়গা নিয়ে করেছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২৩ দল। কোয়ার্টারে তারা মাঠে নামবে গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে জায়গা পাওয়া জাপানের। 
  
গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে স্পেন। ওই গ্রুপ থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। শেষ আটে স্প্যানিশদের প্রতিপক্ষ আইভরি কোস্টের। 

শেষ আটের লড়াইয়ের সবগুলো ম্যাচই হবে আগামী ৩১ জুলাই (শনিবার)। 

কোয়ার্টারে কে কার মুখোমুখি

স্পেন বনাম আইভরি কোস্ট
জাপান বনাম নিউজিল্যান্ড
ব্রাজিল বনাম মিশর
দক্ষিণ কোরিয়া বনাম মেক্সিকো

এমএইচ