কিছু সত্যিকারের নায়ক আছে বার্সেলোনার
কিছুদিন আগেই ক্লাবের প্রতি ভালবাসার এক অনন্য নজির স্থাপন করেছেন বার্সেলোনা চার অধিনায়ক। এবার এমন স্বার্থহীন সিদ্ধান্ত নেওয়ার কারণে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা প্রশংসায় ভাসালেন জেরার্ড পিকে, সার্জিও বুস্কেটস, জর্ডি আলবা এবং সার্জিও রবার্তোকে। খেলাধুলা ভিত্তিক গণমাধ্যম ইস্পোর্টস থ্রিকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ রোনাল্ড কোম্যানেরও প্রশংসা করেছেন তিনি।
১.৩৫ বিলিয়ন ইউরোর পাহাড়সম দেনার চাপে থাকা বার্সেলোনার খরচ কমাতে মরিয়া হয়ে উঠেছেন লাপোর্তা। তিনি বলেন, ‘খরচ কমানোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। খরচ ৩০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম হয়েছি আমরা। বার্সেলোনার হয়ে কঠোর পরিশ্রম করা অর্থ বিভাগ ও সকল নির্বাহী কর্মকর্তাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই।’
বিজ্ঞাপন
এরপরই চার বার্সা অধিনায়কের প্রশংসা করেন লাপোর্তা। তিনি বলেন, ‘আমাদের কিছু সত্যিকারের নায়ক রয়েছে এখানে। পিকে, বুস্কেটস, আলবার মত রবার্তোর সাথেও শিগগিরই নতুন চুক্তি স্বাক্ষর করব আমরা। দলের জন্য তারা যা করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। আমাদের এখন প্রথম একাদশের অন্যান্য খেলোয়াড়দের সাথেও আলোচনায় বসতে হবে। অধিনায়করা পুরো দলের জন্য দৃষ্টান্ত তৈরি করেছে। এবার বাকিদের পালা, যদিও এটা সহজ নয়।’
দলের এমন কঠিন সময়ে কোচ কোম্যানকে পূর্ণ সমর্থন জানিয়ে বার্সা সভাপতি বলেন, ‘আমি কোম্যানকে পছন্দ করি। গেতাফের বিপক্ষে যে ম্যাচে আমরা জয়লাভ করেছি তা মোটেও সহজ ছিল না। তার মেধা আছে বলেই দলে প্রচুর ইনজুরি থাকা সত্ত্বেও আমরা জিতেছি।’
বিজ্ঞাপন
মাঠের খেলা দিয়ে এমন কঠিন সময় মোকাবিলায় কোম্যানেই বার্সার আস্থার কথা জানিয়ে লাপোর্তা বলেন, ‘অন্য সব কোচের মতই সে সম্মানিত এবং তার প্রতি আমার পূর্ণ সমর্থন ও আস্থা আছে।’
এআইএ/এমএইচ