বাংলাদেশের প্রয়োজন জয় আর নেপালে ড্র। এমন সমীকরণে আগামীকাল (বুধবার) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচটি। সাম্প্রতিক সময়ে নেপালের বিরুদ্ধে বাংলাদেশের ফলাফল হতাশার হলেও কোচ অস্কার ব্রুজন আশা দেখালেন ম্যাচের আগের দিন।

তিনি বলেন, ‘আগে কি ঘটেছে সেটা আমি জানতে চাই না। আমরা আগামীকাল তিন পয়েন্টের জন্য লড়ব। নিজেদের খেলাটা খেলে তিন পয়েন্ট নিয়ে ফাইনাল খেলব। আগামীকাল অন্য এক বাংলাদেশ দেখবেন।’

 

বাংলাদেশ আগামীকাল তিন পয়েন্ট পেলে চতুর্থবারের মতো দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের ফাইনাল খেলা হবে। নেপাল বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থাকায় তাদের ড্র করলেই হবে। তবে বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন অবশ্য নেপালের চেয়ে নিজেদের অবস্থান স্পষ্ট দেখছেন, ‘তারা এক পয়েন্ট না তিন পয়েন্টের জন্য খেলবে। এনিয়ে কিছুটা দ্বিধায় থাকবে। আমাদের লক্ষ্য পরিষ্কার, জিততেই হবে।’

২০১৮ সালে ঢাকা সাফে সেমিফাইনালে খেলার জন্য এমন সমীকরণ দাঁড়িয়েছিল। তখন নেপালের প্রয়োজন ছিল জয় আর বাংলাদেশের ড্র। বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত ড্র আদায় করতে পারেনি। উল্টো হেরে টুর্নামেন্ট থেকে টানা চতুর্থবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। 

ফুটবল ম্যাচে জিততে হলে গোল প্রয়োজন। গত তিন ম্যাচে বাংলাদেশের মাত্র দুই গোল। সেই দুই গোলই আবার ডেডবল থেকে। গোলের অ্যাকশন সম্পর্কে অস্কার বলেন, ‘আমাদের দুইটি গোলই নয় শুধু এই টুর্নামেন্টের অধিকাংশ গোলই হচ্ছে ডেডবল থেকে। এটা একটা কমন সমস্যা। ফিল্ড গোলের ব্যাপারে আমরা চেষ্টা করব। আজ অনুশীলনেও এই নিয়ে কাজ করব।’ 

প্রতিপক্ষ নেপাল সম্পর্কে তার পর্যবেক্ষণ, ‘ভারতের বিরুদ্ধে তারা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে। এতে কিছুটা ক্লান্ত থাকবে। তাদের গতিময় কয়েকজন খেলোয়াড় রয়েছে সেই বিষয় আমরা সজাগ আছি।’ 

নেপাল গত তিনটি ম্যাচেই খেলেছে রাতে। আগামীকাল শেষ ম্যাচ খেলবে দিনের আলোয় এতে তাদের খানিকটা সমস্যা হবে বলে মনে করেন কোচ। নেপালের সংবাদ সম্মেলনে প্রধান কোচ আসেননি। তার পরিবর্তে আসা সহকারী কোচ কিরাণ শ্রেষ্ঠা ম্যাচের সময় নিয়ে বলেন, ‘কিছুটা সমস্যা হতে পারে। কিছু করার নেই। আমাদের খেলতে হবে।’

নেপাল সাউথ এশিয়ান গেমসের ফুটবলে চ্যাম্পিয়ন ও ফাইনাল একাধিকবার খেললেও সাফ ফুটবলের ফাইনাল খেলতে পারেনি। প্রথমবারের মতো ফাইনাল খেলার হাতছানি চাপ হিসেবে কাজ করছে কিনা এই প্রশ্নের উত্তরে কিরাণ বলেন, ‘আমরা তেমন চাপে নেই। ড্র নয়, জিতেই ফাইনাল খেলতে চাই।’ 

নেপাল দলে কার্ড ও ইনজুরি সমস্যা না থাকলেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ডের জন্য পাচ্ছে না ডিফেন্ডার ইয়াসিন আরাফাতকে। এই প্রসঙ্গে কোচ বলেন, ‘ইয়াসিন নিঃসন্দেহে অনেক ভালো খেলোয়াড়। তার পরিবর্তে যে আসবে সেও ভালো খেলার জন্য প্রস্তুত। ইয়াসিনের বিকল্প এমন কেউ হতে পারে যে আগের তিন ম্যাচ খেলেনি।’

আগামীকালের খেলা: সাফ চ্যাম্পিয়নশীপ
বাংলাদেশ-নেপাল (বিকেল পাচটা )
ভারত:মালদ্বীপ (রাত দশটা)
বাংলাদেশের ম্যাচ সরাসরি সম্প্রচার টি স্পোর্টসে

টুর্নামেন্টের পয়েন্ট টেবিল

দল               ম্যাচ জয় পরাজয়  ড্র পয়েন্ট
নেপাল                       ১   ০
মালদ্বীপ                    
ভারত                        
বাংলাদেশ                    ১ 
শ্রীলঙ্কা                        

সাফ টুর্নামেন্টে বাংলাদেশের ফাইনাল

সাল আয়োজক দেশ অবস্থান
১৯৯৯                 ভারত রানার্স আপ
২০০৩       বাংলাদেশ    চ্যাম্পিয়ন
২০০৫             পাকিস্তান রানার্স আপ


এজেড/এমএইচ