ওয়ার্ল্ড টেবিল টেনিস ইয়ুথ কনটেন্ডার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের মোহুতাসিন আহমেদ হৃদয়। তার বয়স ১৭ এর কম। অথচ প্রতিভা দেখিয়ে অনূর্ধ্ব -১৯ বয়সভিত্তিক টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দেশ ওমানের আল শাহী মাশালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। এখন সে টুর্নামেন্টের এক নাম্বার সিড, ভারতের পায়েস জৈনের বিরুদ্ধে খেলতে যাচ্ছেন।

ওমান থেকে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর সুমন বলেন, ‘আমরা সবাই তাকে নিয়ে খুশি এবং গর্বিত, সে জয়ী হোক বা না হোক, কিন্তু সে এটা প্রমাণ করেছে বাংলাদেশ জিততে পারে। বাংলাদেশে টেবিল টেনিস আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারে তার প্রমাণ এটি।’

তিনি আরও বলেন, ‘টেবিল টেনিসের উন্নয়নের পেছনে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের দীর্ঘদিনের অবদান রয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, মেজর জেনারেল (অব:) সাইদ মাসুদ সর্বোপরি সমস্ত পৃষ্ঠপোষকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উপর বিশ্বাস রাখার জন্য।’ 

এজেড/িএমএইচ