ওবায়দুর রহমান নবাব/বসুন্ধরা কিংস

জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ ম্যারিও ল্যামোস গতকাল রোববার রাতে দক্ষিণ কোরিয়া থেকে ঢাকায় এসে পৌঁছেছেন । ঢাকা এসে বাফুফেকে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য তালিকা দিয়েছেন। সেই তালিকা এখনো বাফুফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি৷ তবে ল্যামোস সকালে তার দল সম্পর্কে ধারণা দিয়েছেন, ‘সাফে থাকা ২৩ জনের কেউ বাদ পড়েনি। এর সঙ্গে আমি আরো ৭ জন যোগ করেছি।’ 

ল্যামোসের ৭ জনের নতুন যোগ করার মধ্যে রয়েছে বসুন্ধরা কিংসের কাতার প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাব, মাসুক মিয়া জনি, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, মেহেদী হাসান, রয়েল ও ডিফেন্ডার আতিকুজ্জামান। অন্য ৬ জন জাতীয় দলে বিভিন্ন সময় ডাক পেলেও নবাবই প্রথম ডাক পাচ্ছেন। নবাবের প্রসঙ্গে ল্যামোস বলেন, ‘সে প্রতিশ্রুতিশীল ফুটবলার। তাকে কাছ থেকে দেখতে চাই।’ 

শ্রীলঙ্কা সফরে চূড়ান্ত স্কোয়াড হবে ২৩ সদস্যের। উজবেকিস্তানে অ-২৩ দলের সঙ্গে রয়েছেন ৬ জাতীয় ফুটবলার। তারা সেখান থেকেই শ্রীলঙ্কা যাবেন। ল্যামোস আগামীকাল থেকে অনুশীলন করবেন। ২৩ জনের কমে দুই দলে ভাগ হয়ে অনুশীলন করা যায় না। এজন্য সাফ স্কোয়াডের বাইরে ৭ জনকে ডেকেছেন ল্যামোস। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর ফিনিশ পাসপোর্টের জটিলতা রয়েছে। সেই জটিলতা কাটিয়ে জাতীয় দলের সঙ্গে যেতে পারবেন কিনা সংশয় রয়েছে। নবাব অনুশীলনে কোচের মন জয় করতে পারলে চতুর্থ প্রবাসী হিসেবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন তিনি।

আজ সন্ধ্যা ছয়টায় রাজধানীর ফারস হোটেলে ডাক পাওয়া ফুটবলারদের রিপোর্টিং। শ্রীলঙ্কা যাওয়ার আগ পর্যন্ত এখানেই চলবে ক্যাম্প। ল্যামোস আবাহনীর কোচ থাকাবস্থায় বারিধারার এক ফ্ল্যাটে থাকলেও জাতীয় দলের দায়িত্ব নিয়ে আজ থেকে ফারস হোটেলে উঠছেন। 

ঢাকায় অনুশীলনের পাশাপাশি তিনি উজবেকিস্তানেও নজর রাখবেন, ‘উজবেকিস্তানে জাতীয় দলের খেলোয়াড় রয়েছে। এছাড়া সম্ভাবনাময় অনেকে আছে। উজবেকিস্তানের তিন ম্যাচের দিকেও আমার খেয়াল থাকবে।’ 

এজেড/এনইউ