জামালের কাছে অনুমতি চাইলেন সালাউদ্দিন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় জাতীয় ফুটবল দলের অনুশীলন হচ্ছে একেক দিন একেক জায়গায়। গত দুদিন কমলাপুর স্টেডিয়ামে অনুশীলনের পর আজ (বুধবার) অনুশীলন হয়েছে ফর্টিজ মাঠে। সেই মাঠে জামাল ভূঁইয়াদের অনুশীলন দেখতে যান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
অনুশীলন দেখার এক পর্যায়ে সালাউদ্দিন অধিনায়ক জামাল ও ফরোয়ার্ড রাকিব হোসেনের সঙ্গে বিশেষভাবে কথা বলেন। অধিনায়কের সঙ্গে সভাপতি কি আলাপচারিতা? সংবাদকর্মীদের করা প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, ‘জামালের কাছে বললাম তোমরা অনুমতি দিলে আমি শ্রীলঙ্কা যাব, না হলে যাব না। জামাল বলল, তারা আমাকে চ্যাম্পিয়নশিপ দেবে। তখন বললাম, আমি তাহলে ফাইনালে যাব।’
বিজ্ঞাপন
আসন্ন শ্রীলঙ্কা সফরে চার জাতি টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে মালদ্বীপ। টুর্নামেন্টে ফাইনাল খেলা স্বাভাবিক। এরপরও টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাব্যতা নিয়ে মন্তব্য করেননি সালাউদ্দিন, ‘ভালো কিছু আশা করি। এটা নিয়ে আমি মন্তব্য করব না। এটা কোচিং ম্যাথডের বিষয়।’
কাজী সালাউদ্দিন নিজে দেশের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন। ফরোয়ার্ড রাকিব হোসেনকে কিছু টিপস দিয়েছেন সালাউদ্দিন, ‘আমি রাকিবকে বলেছি তোমার ক্রসিংটা আরেকটু ঠিক করতে হবে। পাশাপাশি অ্যাঙ্গেলটা। ও বিষয়টি বুঝতে পেরেছে।’
বিজ্ঞাপন
অন্য সবার মতো কাজী সালাউদ্দিনের কাঠগড়াতেও পড়তে হয়েছে রাকিবকে নেপালের বিপক্ষে ব্যাকপাস নিয়ে, ‘আমি ওর কাছে জানতে চেয়েছি ব্যাকপাস কেন দিলে। এর কোনো উত্তর নেই।’
জাতীয় দলের কোচ নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘এই মুহূর্তে স্থায়ী কোচ পাওয়া যাচ্ছে না। এজন্য ভারপ্রাপ্ত কোচ দিয়ে কাজ চালানো হচ্ছে। আগের টুর্নামেন্টে ছিল অস্কার, এই টুর্নামেন্টে ল্যামোস। আমরা শীঘ্রই স্থায়ী কোচ নেব।’
এজেড