মামুনুল ইসলাম/ফাইল ছবি

২০০৯-১০ মৌসুমে মোহামেডানের সাদা কালো জার্সি পড়েছিলেন৷ এক যুগ পর আবার মোহামেডানের হয়ে খেলবেন দেশের ফুটবলের অন্যতম তারকা মামুনুল ইসলাম৷ গত মৌসুমে ঢাকা আবাহনীতে কাটানো মামুনের সঙ্গে মোহামেডানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 

এক যুগ পর মোহামেডানে ফিরে বেশ সন্তুষ্টি মামুনের কন্ঠে, ‘মোহামেডান দেশের আরেকটি ঐতিহ্যবাহী ক্লাব৷ গত মৌসুমে তারা ভালো করেছে। এই মৌসুমেও ভালো করতে চায়। সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া।’ 

মোহামেডানের তরুণ খেলোয়াড়দের নজর দেয়ার বিষয়টি মন কেড়েছে মামুনের, ‘জাতীয় দলে গত দুই বছরে অনেক নতুন খেলোয়াড় এসেছে মোহামেডান থেকে। আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে তাদের আরো সহায়তা করব৷’ ২০১০ সালে মামুনুল যেবার মোহামেডানে খেলেছিলেন তখন অপরাজিত থেকেও লিগ রানারআপ হয়েছিল দলটি। 

ব্রাদার্স ইউনিয়নের হয়ে ক্যারিয়ার শুরু করা মামুনুল খেলেছেন ঢাকা আবাহনী, শেখ রাসেল, শেখ জামালেও। প্রায় ১৬ বছর প্রিমিয়ার লিগ খেলা মামুনুলের কাছে প্রতিটি মৌসুমই নতুন করে শেখার ও চ্যালেঞ্জিং, ‘নিজেকে প্রতি মুহূর্তে প্রমাণ করতে হয়৷ এটা আমার কাছে ভালোই লাগে। মোহামেডানে নিজের সেরাটা দিয়ে দলকে ভালো কিছু দিতে চাই।’

দলবদলে এক সময় সবার আকর্ষণ থাকত মামুনুল ইসলামের দিকে। কয়েক বছর টানা সর্বোচ্চ পারিশ্রমিকও পেয়েছেন। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের সময়টা অবশ্য এখন খুব ভালো যাচ্ছে না ইনজুরি সহ নানা কারণে। আবাহনী গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারেনি। এবার দল গঠনে পুরনো দেশি বিদেশি অনেক খেলোয়াড়কে রাখেনি আবাহনী। 

এজেড/এনইউ