১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম
ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমের জন্য ব্যস্ততা শুরু হয়ে গেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। এরই মধ্যে সম্পন্ন হয়েছে দলগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া। এবার নিলামের দিনক্ষণ চূড়ান্ত করেছে বিসিসিআই। আগামী ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের দিক থেকে জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছে আইপিএল। বিশ্ব ক্রিকেটের প্রায় প্রতিটি ক্রিকেটারই আইপিএল মৌসুম শুরু হওয়ার অপেক্ষায় থাকেন। তার আগে চোখ থাকে টুর্নামেন্টটির নিলাম পর্বে। এযাবৎ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতো গার্ডেন সিটি অর্থাৎ ব্যাঙ্গালোরে। তবে গত বছর মেগা এই টুর্নামেন্টের নিলাম হয় সিটি অব জয় খ্যাত কলকাতায়।
বিজ্ঞাপন
তবে বছর ঘুরতেই নতুন সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ব্যাঙ্গালোর-কলকাতার পরিবর্তে আসন্ন আসরের নিলাম বসবে চেন্নাইয়ে। সেই নিলাম অনুষ্ঠানের জন্য ১৮ ফেব্রুয়ারি চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করেছে বিসিবিআই। যদিও এ বছর আইপিএলের নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজিই দল ঢেলে সাজানোর রাস্তায় হাঁটবে না। ছেড়ে দেওয়া ক্রিকেটার ও গত বছর নিলামের পর সীমিত পরিমাণ যে বাড়তি অর্থ পড়ে আছে, তা দিয়েই দলকে আরেকটু শক্ত করতে চাইবে তারা।
এদিকে করোনার কারণে আইপিএলের ১৩তম আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতে, গত সেপ্টেম্বর-নভেম্বরে। কিন্ত চতুর্দশ আইপিএলের আসর ঠিক কোথায় বসবে, তা এখনও স্থির করতে পারেনি বিসিসিআই। ২০২১ আইপিএল ভারতের মাটিতেই করার সমস্ত চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। টুর্নামেন্টটি হতে পারে এপ্রিল-মে মাসে।
বিজ্ঞাপন
টিআইএস/এটি