ছবি: বিসিবি

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ যুব ক্রিকেট দল। এজন্য আকবর আলীদের উত্তরসূরিরা প্রত্যাশার চাপে থাকবে সন্দেহ নেই। তার আগে নিজেদের প্রস্তুত করার মিশন শুরু করে দিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা। এরই মধ্যে কক্সবাজারে দুই সপ্তাহের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে টাইগার যুবাদের।

গত বছরের ফেব্রুয়ারিতে দেশের ক্রিকেট ও ক্রীড়া ইতিহাসের প্রথম বিশ্বকাপ এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘদিন ধরে অনুশীলনের ফলে দলটি শক্তিশালী হয়ে উঠেছিল। নতুন অনূর্ধ্ব-১৯ দল নিয়েও তাই অনুশীলন ক্যাম্পে বাড়তি মনোযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এজন্য করোনা মহামারির মধ্যেও কিছুদিন আগে সিলেটে অনূর্ধ্ব-১৯ দলের দুই সপ্তাহের ক্যাম্পের ব্যবস্থা করেছিল বিসিবি। সেই ক্যাম্পের পর শুধুমাত্র বোলারদের নিয়ে আলাদা একটি ক্যাম্প হয় মিরপুরে।

এবার পুরো স্কোয়াড নিয়ে পযর্টন নগরী কক্সবাজারে ২ সপ্তাহের ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। ২৭ জানুয়ারি শুরু হয়ে এই ক্যাম্প চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। দুই সপ্তাহের এই ক্যাম্পে ফিটনেসের সঙ্গে স্কিল ট্রেনিং করবেন বয়সের কোটা ১৯ পার না করা এসব ক্রিকেটাররা। কক্সবাজারে ট্রেনিং শেষ করে চট্টগ্রামে যাবে দল। সেখানে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট অর্থাৎ এইচপি দলের সঙ্গে ৩টি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচ ৩টি হবে যথাক্রমে আগামী ১১, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি।

এনিয়ে ঢাকা পোস্টকে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার বলেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ দলের দুই সপ্তাহের একটি ক্যাম্পের ব্যবস্থা করেছি কক্সবাজারে। আজ (২৭ জানুয়ারি) থেকে শুরু হয়ে এই ক্যাম্প, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। শুরুতে ফিটনেস অনুশীলনের পর স্কিল ট্রেনিংয়ে অংশ নিবে খেলোয়াড়রা। এরপর তারা ৮ তারিখে সেখান থেকে চট্টগ্রাম যাবে। চট্টগ্রামে এইচপি দলের সঙ্গে ৩টি অনুশীলন ম্যাচ রয়েছে।’

টিআইএস/এটি