চেলসি আর লিভারপুল মিলে প্রিমিয়ার লিগটা বুঝি ম্যানচেস্টার সিটির হাতে তুলেই দিলো! টেবিলের দুই আর তিনে থাকা দুই দল মুখোমুখি হয়ে রোমাঞ্চকর ম্যাচ উপহার দিলো বটে, কিন্তু শেষমেশ ম্যাচটা ড্র হওয়ায় ফলটা যে চলে গেছে লিগের শীর্ষে থাকা সিটির পক্ষে!

এমন নয় যে ম্যাচটা জিতলে সিটিকে টপকে, কিংবা নিদেনপক্ষে কাছাকাছিও যেতে পারতো চেলসি বা লিভারপুল, তবে ব্যবধানটা কমতে পারতো দুই দলের কেউ। কিন্তু ২-২ গোলের এই ড্রয়ে তা আর হলো কই?

একটা ম্যাচ রোমাঞ্চকর হতে যত রকমের মশলা চাই, শুধু দুই দলের তীর্যক কথা চালাচালি ছাড়া বাকি সবই ছিল এই ম্যাচের 'বিল্ড আপে'। করোনাভাইরাসের কারণে অল রেড কোচ ইয়ুর্গেন ক্লপই নেই এই ম্যাচে, ছিলেন না অ্যালিসন বেকার, রবার্তো ফিরমিনো, আর জোয়েল মাতিপরাও। ওদিকে চেলসির ঘরে আগুনই লেগে আছে, বিস্ফোরক এক সাক্ষাৎকার দিয়ে দলে অশান্তি সৃষ্টির জন্য দল থেকেও ছিটকে গিয়েছিলেন রোমেলু লুকাকু। ম্যাচটা আলোচনায়ও ছিল তাই।

ম্যাচেও কম কী হয়েছে? দ্বিতীয় মিনিটেই চেলসির একজনকে কনুই মেরে স্বাগতিক দর্শকদের তোপের মুখে পড়েছিলেন সাদিও মানে, গোলের খাতাটাও পরে খুললেন তিনিই। চেলসি ডিফেন্ডারের করা ভুলের সুযোগ নিয়ে গোলটা করেন তিনি, প্রতিপক্ষের মাঠে লিভারপুল এগিয়ে যায় নবম মিনিটেই।

এর কিছু পরে সালাহও যোগ দিলেন 'পার্টিতে'। ২৬ মিনিটে তার দারুণ গোলে স্ট্যামফোর্ড ব্রিজে জয়ের স্বপ্নটা ভালোভাবেই দেখতে শুরু করেছিল দলটি। তবে সে স্বপ্নটা স্থায়ী হয়নি ক্লপের দলের। ৪২ মিনিটে মাতেও কোভাচিচের আগুনে এক শটে স্বাগতিক চেলসি ম্যাচে ফেরার বার্তা দেয়, সেটাকে মিনিট চারেক পর পূর্ণতা দেয় ক্রিশ্চিয়ান পুলিসিকের গোল। মাঝমাঠ থেকে অ্যান্তোনিও রুডিগারের জেতা বলটা লিভারপুল রক্ষণের ওপর দিয়ে পুলিসিককে পাঠান কান্তে। সেখান থেকে গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়েই গোলটা করেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড, তাতে বারুদঠাসা প্রথমার্ধটা শেষ হয় ২-২ সমতায়।

তবে প্রথমার্ধের এই আগুনে লড়াইয়েই যেন পানি পড়ল দ্বিতীয়ার্ধে। দুই দল দুটো করে চেষ্টা করেছে, তবে তা অবশ্য দুই গোলরক্ষকের দুটো সেভই বাড়াতে পেরেছে কেবল। ম্যাচটা শেষ হয় দেই ২-২ স্কোরলাইন নিয়েই। আরও একবার পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

তাতেই লিগ জয়ের পথে আরও এক ধাপ এগিয়েছে সিটি৷ এই ড্রয়ের পর চলতি প্রিমিয়ার লিগের শীর্ষে তারা এগিয়ে গিয়েছে ১০ পয়েন্টের ব্যবধানে, দুই ও নিতে থাকা চেলসি আর অল রেডরা যে পেয়েছে যথাক্রমে ৪৩ ও ৪২ পয়েন্ট। আর তাই ম্যাচটা ড্র হলেও প্রকৃত জয়ীর নামটা 'তৃতীয় পক্ষ' ম্যানসিটিই।

এনইউ