লিওনেল মেসি করোনায় আক্রান্ত হয়েছেন, এ খবর প্রকাশ পেয়েছে গত রোববার। শুধু তিনিই নন, খেলোয়াড় স্টাফ মিলিয়ে পিএসজির পাঁচ খেলোয়াড় আক্রান্ত হয়েছিলেন করোনায়। এবার আরও এক দুঃসংবাদই পেল দলটি। বিশ্বসেরা গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমাও আক্রান্ত হয়েছেন করোনায়। 

এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে ষষ্ঠ খেলোয়াড় আক্রান্ত হলেন করোনায়। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে ডনারুমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে, জানিয়েছে ফ্রান্সের স্থানীয় সংবাদ মাধ্যম আরএমসি স্পোর্ত। এই করোনায় আক্রান্ত হওয়ার কারণে পেশাদার ফুটবল লিগের নতুন স্বাস্থ্য নীতিমালা মেনে আগামী সাত দিন আইসোলেশনে থাকতে হবে তাকে। তার আগেও মুক্তি মিলতে পারে তার, সেক্ষেত্রে পাঁচ দিন পর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসতে হবে ইতালিয়ান এই গোলরক্ষকের।

তবে শুধু তার করোনায় আক্রান্ত হওয়াই পিএসজি দুঃসংবাদ নয়। দলটির জন্য আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছে হয়তো। ইতালিয়ান এই গোলরক্ষক ভেনেসের বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে যে ছিলেন দলের সঙ্গে! ফ্রেঞ্চ কাপের ম্যাচে খেলতে সতীর্থদের সঙ্গে একই বাসে করে ভ্রমণ করেছেন, ড্রেসিং রুমে সময় কাটিয়েছেন, হোটেলেও কাটিয়েছেন সময়। তার সঙ্গে এ সময় নিবিড় যোগাযোগ হয়েছে বেশ কিছু পিএসজি খেলোয়াড়ের।

করোনায় আক্রান্ত ডনারুমার সঙ্গে সাক্ষাতের ফলে অবশ্য তাদের কারোই আইসোলেশনে যাওয়ার প্রয়োজন নেই, অন্তত ফরাসি স্বাস্থ্য নীতিমালা বলছে তা-ই। তবে শিগগিরই তাদের করোনা পরীক্ষা করতে হবে। সেখানেই শেষ নয়, দুই দিন পরপর করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে সবাইকে। সেই সব পরীক্ষার ফলাফলে ফরাসি দলটিতে আসছে কয়েক দিনে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইউরোপে ক্রমবর্ধমান করোনার কারণে পেশাদার ফুটবল লিগ নতুন স্বাস্থ্য নীতিমালা ঠিক করে দিয়েছে দলগুলোর জন্য। সে অনুসারে ম্যাচের ৪৮ ঘণ্টা আগে দলের খেলোয়াড় থেকে শুরু করে সব স্টাফদের করোনা পরীক্ষা করাতে হবে। এক্ষেত্রে টিকা দেওয়া থাকলেও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বলে নিয়ম বেধে দিয়েছে কর্তৃপক্ষ। সে নিয়ম মেনে লিওঁর বিপক্ষে রোববারের ম্যাচের আগে আগামী শুক্রবার আবারও করোনা পরীক্ষা করা হবে পিএসজি স্কোয়াডে।

এনইউ