নারী ফুটবলারদের ইংরেজি প্রশিক্ষণ
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী ফুটবলারদের অনেক ব্যস্ত সূচি। অনুর্ধ্ব ১৬ পর্যায়ে বাংলাদেশের নারীরা টানা দুই বার এশিয়ার সেরা আটে খেলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বাংলাদেশের নারী ফুটবল দল নিয়ে আগ্রহও অনেক। নারী ফুটবলারদের ইংরেজি ভাষায় দক্ষতা কম থাকায় বাফুফে আন্তর্জাতিক মিডিয়ায় নারী ফুটবলারদের সামনে আনতে পারে না।
মিডিয়া ছাড়াও নারী ফুটবল দলে কাজ করছেন ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। ইংরেজি সেভাবে না বোঝায় ব্রিটিশ পলের সাথে যোগাযোগটাও খুব আন্তরিকভাবে হয় না নারী ফুটবলারদের।
এসব দিক বিবেচনা করে বাফুফে অনুর্ধ্ব ১৭ পর্যায়ের নারী ফুটবলারদের চার দিনের ট্রেনিং করিয়েছে। উত্তরা বিশ্ববিদ্যালয় বাফুফে ভবনে এসে নারীদের বেসিক ট্রেনিং করিয়েছে।
৩১ জানুয়ারি শুরু হওয়া এই ট্রেনিং বৃহস্পতিবার দুপুরে শেষ হয়েছে। ২০ জন নারী ফুটবলার এতে অংশগ্রহণ করেন। ইংরেজী বিভাগের শিক্ষক হাসপিয়া বশিরুল্লাহ বলেন, ‘মাত্র চার দিনে আসলে খুব বেশি কিছু শেখানো যায় না। এরপরও আমরা খুব বেসিক বিষয়গুলো তাদের ধরিয়ে দিয়েছি। আমরা মূলত তাদের ক্যারিয়ারে যে বিষয়গুলো প্রতিনিয়ত প্রয়োজন সেগুলো নিয়েই কাজ করেছি।’
বিজ্ঞাপন
ফুটবলাররা নিজেদের সম্পর্কে ইংরেজিতে বর্ণনা করা, খেলা শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করা অনেকটা রপ্ত করেছেন এই চার দিনের ট্রেনিং শেষে। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে নারী ফুটবলার তানজুম ডেমো করে দেখিয়েছেন মিডিয়াকে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা নারী ফুটবলারদের নিয়ে প্রথমে করলাম। এরপর জাতীয় ফুটবল দল, ক্লাবগুলো নিয়েও কাজ করব। বিশেষ করে নারীদের অনুষ্ঠানের এই ধারাবাহিকতা বজায় রাখব।’
বিজ্ঞাপন
ট্রেনিং সেশনে অংশগ্রহণকারী ফুটবলারদের উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট দেওয়া হয়। উত্তরা ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা, ট্রাষ্টি বোর্ড সদস্য নাবিব আজিজ সহ আরও অনেকে।
এজেড/এমএইচ