টঙ্গী মাঠের উন্নতির জায়গা দেখছেন বাংলাদেশ কোচ
টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আজ বসুন্ধরা কিংস মুখোমুখি হয়েছিল স্বাধীনতা কেসির/বাফুফে
ম্যাচ শুরু বিকেল তিনটায়। জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে এসেছেন দুপুর আড়াইটায়। স্টেডিয়াম যে ফুটবল উপযোগী নয় সেটি বুঝতে খুব বেশি সময় লাগেনি এই স্প্যানিশের। এক গোল পোস্টের বিপরীত দিকে কয়েকটি চেয়ার। সেখানে বসেই খেলা উপভোগ করতে হয়েছে। তার সঙ্গে খেলা দেখেছিলেন মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শেন লীও।
বাংলাদেশে আসার পর এটিই তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ দেখা। সেই ম্যাচ দেখে তার প্রতিক্রিয়া, ‘ভালো লাগল প্রথম ম্যাচ দেখার সুযোগ হয়ে গেল। আমি লিগের ম্যাচগুলো পর্যবেক্ষণ করব।’
বিজ্ঞাপন
টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অবস্থিত। শব্দ ও বায়ুদূষণ যথেষ্ট। এটি ছাড়াও মাঠের অনেক জায়গায় ঘাসের অভাব, কিছুটা শক্তও। এমন মাঠে খেলে ফুটবলারদের ইনজুরিতে পড়ার শঙ্কা রয়েছে। এই বিষয়ে নতুন কোচ মাঝামাঝি অভিমত ব্যক্ত করেছেন, ‘মাঠটি ভালো, তবে মাঠটি আরো উন্নতির জায়গা রয়েছে।’
স্বাধীনতা ক্রীড়া সংঘের ফুটবলাররা বসুন্ধরাকে হারিয়ে উল্লাস করেছে। বসুন্ধরা শক্তিমত্তায় অনেক এগিয়ে থাকলেও মাঠের আকৃতি কিছুটা ছোট হওয়ায় স্বাধীনতার সুবিধা হয়েছে বলে জানিয়েছেন ফুটবলাররা। ম্যাচের পর বসুন্ধরা কিংস আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
বিজ্ঞাপন
বসুন্ধরা কিংসের সাম্প্রতিক সময় ভালো যাচ্ছে না। শেষ মুহূর্তে তাদের ভেন্যু বাতিল হওয়ায় খেলোয়াড়রা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল। এর পাশাপাশি কোচ অস্কার ব্রুজন করোনা পজিটিভ থাকায় ডাগআউটে থাকতে পারেননি। কোনো লক্ষণ ছাড়াই তার করোনা পজিটিভ এসেছে বলে জানা গেছে। জোনাথান ফার্নান্দেজ ও তপু বর্মণের অভাবটা স্পষ্ট হয়েছে ব্যাপকভাবে। সামনের দিনগুলোতে এই অভাব কিভাবে কাটাবে সেটাই দেখার বিষয়।
এজেড/এনইউ