এ যেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে এক দলে পেয়ে যাওয়ার মতো ঘটনা! টেনিস ইতিহাসের দুই জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার ও রাফায়েল নাদাল খেলতে যাচ্ছেন জুটি বেধে। আসছে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় লেভার কাপে মিলবে এ দৃশ্যের দেখা।

গেল বছরের জুন মাস থেকেই হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে আছেন ফেদেরার। আর নাদাল গেল মাসেই জিতেছেন ইতিহাস গড়া ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। দু’জনেই আসছে লেভার কাপে খেলবেন একই দলে। সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন দু’জনে। 

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই আসর। ইনডোর হার্ডকোর্ট টেনিসের এই প্রতিযোগিতা ২০১৭ সাল থেকে প্রতি বছরই আয়োজন করা হচ্ছে। করোনা মহামারির কারণে ২০২০ সালে এই আসর আয়োজন করা সম্ভব হয়নি। তবে গেল বছর মাঠে গড়িয়েছে এর চতুর্থ আসর। যদিও চোটের কারণে এই আসরে খেলতে পারেননি নাদাল-ফেদেরারের কেউই। 

তবে দু’জনেই সেই বিরতি শেষে ফিরছেন আবার। ফেদেরার এই বিষয়ে জানিয়েছেন, ‘চলতি বছর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ফিরতে তর সইছে না আমার। লেভার কাপ আমার পরিকল্পনায় ভালোভাবেই আছে।’ 

গেল বছর এই টুর্নামেন্টে নাদাল তাকে জুটি গড়ে মাঠে নামার জন্য খুদেবার্তা পাঠিয়েছিলেন, জানান ফেদেরার। দু’জনে মিলেই ২০১৭ সালে অনুষ্ঠিত প্রথম লেভার কাপে শিরোপা জিতেছিলেন। 

ফেদেরার জানালেন, ‘যদি একই কোর্টে আবারও তার সঙ্গে জুটি বেধে নামতে পারি, তাহলে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমাদের দু’জনের জন্যই বিশেষ একটা অভিজ্ঞতা হবে এটা।’

৪০ বছর বয়সী ফেদেরার গেল দেড় বছরে ৩ বার অস্ত্রোপচার করিয়েছেন নিজের হাঁটুতে। এর মাঝে অবশ্য মাঠে নেমেছিলেন তিনি। গেল জুলাই মাসে উইম্বলডনে খেলে অবশ্য বেশি দূর যেতে পারেননি তিনি, কোয়ার্টার ফাইনালেই শেষ হয় তার যাত্রা। গেল নভেম্বরে তিনি জানিয়েছিলেন হাঁটুর চোটের কারণে ২০২২ সালে উইম্বলডনে খেলতে পারবেন কি-না তা নিয়েও আছে সন্দেহ। সেই ফেদেরারই এবার জানালেন, সেপ্টেম্বরে লেভার কাপে খেলবেন তিনি। তাতে এর আগের টুর্নামেন্টগুলোতেও তিনি খেলবেন কি-না, তা নিয়েও সৃষ্টি হয়েছে গুঞ্জন।

এনইউ