ফার্গি টাইমে কপাল পুড়ল ইউনাইটেডের
এভারটনকে ম্যাচে প্রথমবারের মতো সমতায় আনেন হামেস/ছবি: সংগৃহীত
আশি মিনিট থেকে ইনজুরি টাইম, এ দশ-বারো মিনিটে কতো অবিস্মরণীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড! দলটির সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে এসব কীর্তির জন্যে সময়টার নামই হয়ে গিয়েছিল ‘ফার্গি টাইম’। এবার সেই ‘ফার্গি টাইমেই’ কপাল পুড়ল দলটির। দুই গোলে এগিয়ে গিয়েও এভারটনের বিপক্ষে ৩-৩ ড্র করেছে কোচ ওলে গুনার সোলশায়ারের শিষ্যরা।
ম্যাচের আগে ইউনাইটেডের সামনে ছিল প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলার সুযোগ। সর্বশেষ ম্যাচেই ছিল ৯-০ গোলের রেকর্ড গড়া এক জয়, তার উপর এভারটনের বিপক্ষে লিগের প্রথমার্ধেও ৩-১ ব্যবধানের জয় ছিল রেড ডেভিলদের। সব মিলিয়ে সিটির সঙ্গে পয়েন্টে সমতায় আসার ভালো সম্ভাবনাই ছিল ব্রুনো ফের্নান্দেজদের।
বিজ্ঞাপন
২৩ মিনিটে আসে প্রথম সুযোগ, তাতেই বাজিমাত। মার্কাস র্যাশফোর্ডের ক্রস থেকে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ এডিনসন কাভানি। বিরতির ঠিক আগে ব্রুনোর দূরপাল্লার শটে ব্যবধান বাড়ায় ইউনাইটেড।
দুই গোলে এগিয়ে বিরতিতে যাওয়া ইউনাইটেড ৪৭ মিনিটে ব্যবধান ৩-০ করার ভালো সুযোগ পেয়েছিল। কাভানির সঙ্গে দেয়া-নেয়া করে করা বিপদসীমার একটু বাইরে থেকে করা লুক শর শট কোনোমতে ঠেকান এভারটন গোলরক্ষক।
বিজ্ঞাপন
এরপরই যেন ম্যাচে ফিরল স্বাগতিকরা। শেষ কয়েক দিনে দারুণ ফর্মে থাকা ডেভিড ডি গিয়া করে বসলেন শিশুসুলভ ভুল। ডমিনিক ক্যালভার্ট লুইনের ক্রস ধরতে গিয়ে ব্যর্থ হন তিনি, আবদুলাই দুকুরে সেটা সহজেই জড়িয়েছেন ইউনাইটেডের জালে। এরপর এই দুকুরই গড়ে দিয়েছেন দ্বিতীয় গোলটা, তার বাড়ানো বল থেকেই এভারটনকে সমতায় ফেরান হামেস রদ্রিগেজ।
ক্ষণে ক্ষণে রঙ বদলানো ম্যাচে ৭০ মিনিটে আবারও এগিয়ে যায় ইউনাইটেড। লুক শ’র ফ্রি কিক থেকে স্কটিশ মিডফিল্ডারের গ্ল্যান্সিং হেডার গিয়ে আছড়ে পড়ে এভারটনের জালে।
এ ব্যবধান নিয়েই যখন তিন পয়েন্টের ক্ষণ গুনছে ইউনাইটেড, যোগ করা সময়ে ক্যালভার্ট লুইন আঘাত হানেন তখনই। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে লুকাস দিনিয়ের ফ্রি কিক থেকে আসা সুযোগে বল ইউনাইটেডের জালে জড়ান তিনি, তাতে এক মিনিটের ব্যবধানে দুই পয়েন্ট খোয়ায় রেড ডেভিলরা।
এর ফলে ২৩ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে ইউনাইটেড রইল তালিকার দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে লিগের চূড়ায়।
এনইউ/এটি