জাতীয় জুনিয়র দাবায় মননের সঙ্গে শীর্ষে সুব্রত
ওয়ালটন জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে আছেন। গতকাল মনন এককভাবে শীর্ষে ছিলেন। আজ তাহসিনের সঙ্গে ড্র করায় তিনি এককভাবে শীর্ষ স্থান হারান।
পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও স্বর্নাভো চৌধুরী, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, চট্টগ্রামের দিব্যদাস গুপ্ত ও নারায়ণগঞ্জের মোর্তুজা মাহাথির ইসলাম যুগ্মভাবে দ্বিতীয় স্থানে।
বিজ্ঞাপন
বালিকা বিভাগে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাজী জারিন তাসনিম দ্বিতীয় স্থানে রয়েছেন। চার পয়েন্ট নিয়ে ৮জন দাবাড়ু যুগ্মভাবে তৃতীয় স্থানে।
ষষ্ঠ রাউন্ডের খেলায় আজ ওপেন বিভাগের ষষ্ঠ রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার নীড় ফিদে মাস্টার তাহসিনের সাথে ড্র করেন। ফিদে মাস্টার সুব্রত সাকলাইন মোস্তফা সাজিদকে, মহিলা ফিদে মাস্টার নোশিন জাস্টিন ম্যাথিয়াস বাড়ৈকে, স্বর্নাভো কাজী আফসান রওনক আনানকে, দিব্য নাথ তাহমিদুল হককে, মোর্তুজা সৌরদিপ দত্তকে ও সায়র এইচ. এম. সাফিনকে পরাজিত করেন।
বালিকা বিভাগের ষষ্ঠ রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা মেহজাবিন আক্তার জুবাইদাকে, জারিন দিবাকে, অর্পা মারযুকা মোকাররমাকে, প্রিমা আয়েশা আক্তারকে, সপ্তর্ষি মোছাম্মৎ তানজিলা আক্তার চম্পাকে পরাজিত করেন। জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাত ওয়াদিফার সাথে ও লুবাবা আলোর সাথে ড্র করেন। উভয় বিভাগের সপ্তম রাউন্ডের খেলা আগামীকাল সোমবার।
বিজ্ঞাপন
এজেড/এনইউ